শোকজ কি? শোকজ মানে কি?
Show Cause শব্দের অর্থ কারণ দর্শাও।
শোকজ কাকে বলে?
কোন কাজ বা আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ব্যাখ্যা চাওয়াকে শোকজ বলে।
আর বিস্তারিত ভাবে কোন কাজ বা আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ কোন অফিসি বা অনুসন্ধান কমিটির নিয়ম নিরদেশনা অতিক্রম করার কারণ স্বশরীরে উপস্থিত হয়ে মুখিক বা লিখিত জবাব দেওয়াকে শোকজ বলা হয়।
কেন শোকজ করা হয়?
কোন কাজের নিয়ম বা আচরণ এর নিয়ম নির্দেশ অতিক্রম করার ফলে কোন ব্যক্তি বা প্রতিস্তনাকে কে শোকজ করা হয়।
বিভিন্ন কারণে Show Cause বিভিন্ন প্রকারের হতে পারে।