বর্তমান ডিজিটাল যুগে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে টাকা আয় করার নাম Freelancing. ফ্রিল্যান্সিং একটি পেশা বা চাকরী বা জব, বা কর্ম বা কাজ বলা যায়। এক কথায়, ফ্রিল্যান্সিং হচ্ছে একটি অনলাইন পেশা।
আরও বিস্তারিত ভাবে জানার চেষ্টা করি, Freelancing মানে হল, নিজের কর্ম দক্ষতা কাজে লাগিয়ে যেকোন সময় স্বাধীন ভাবে অনলাইনের মাধ্যমে online ভিত্তিক কোন কোম্পানির কাজ বা কারো ব্যক্তিগত কাজ করে দিয়ে এর বিনিময়ে টাকা নেওয়াকে ফ্রিল্যান্সিং বলে।