ইউরেনিয়াম কি? ইউরেনিয়াম এর কাজ কি?
uranium |
ইউরেনিয়াম বনাম রাজনীতি
ইউরেনিয়াম কি কাজে ব্যাবহার করা হয় সাধারণ আমজনতা জানার কথা নয়। কিন্তু রাজনীতিতে নেতাদের মাধ্যমে ভাইরাল হল ইউরেনিয়াম। কেউ বলে ইউরেনিয়াম মাথায় ডেলে দিয়ে ঠাণ্ডা করে দেবো। এই শুনে জানার ইচ্ছা জাগল। এটা খায় না মাথায় দেয়। ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়। আসলে ইউরেনিয়াম জিনিসটা কি? ইউরেনিয়াম একপ্রকার খনিজ পদার্থ।
ইউরেনিয়াম কি? ইউরেনিয়াম একটি মৌলিক পদার্থ। ইউরেনিয়াম এর কাজ কি? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা তৈয়ারি কাজে ব্যাবহার করা হয়।
ইউরেনিয়াম এর আবিষ্কার কে? ইউরেনিয়াম 1789 সালে জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিক ক্ল্যাপ্রোথ আবিষ্কার করে।