তোলা মানে কি? |
তোলা কি ? ব্রিটিশ আমলে ওজন মাপার একটি এককের নাম ছিল তোলা। এক কথায়, ওজন মাপার একটি বাটখারা ''তোলা''
তোলার ব্যাবহার
বিশেষ করে, ইসলামিক যাকাতের হিসাব তোলার মাধ্যমে করতে শুনা যায় এবং স্বর্ণ, রুপা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রেও তোলা, আনা, ভরিতে ওজন ও পরিমাপ করতে শুনা যায়। কিন্তু বর্তমানে তোলা হিসাব কীভাবে করে আমরা অনেকে জানি। কারণ ব্রিটিশ আমলে ওজন মাপার একটি এককের নাম ছিল তোলা। বর্তমান বাংলাদেশে এসআই বা আন্তর্জাতিক একক পদ্ধতি ব্যাবহার করা হয়। এসআই পদ্ধতিতে (si system) মৌলিক একক হিসেবে সাতটি রাশির একককে মৌলিক একক হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। এই সাতটি রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। এদের একক গুলি হল মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, এম্পিয়ার, ক্যান্ডেলা এবং মোল। ইত্যাদি এসআই বা আন্তর্জাতিক একক পদ্ধতি।
এখন দেখুনঃ বিভিন্নভাবে তোলার হিসাব।
১ তোলা সমান ১ ভরি সমান ১৬ আনা
১ তোলা সমান ১৬ আনা
১ তোলা সমান ৯৬ রতি
tula mane ki? tola mane ki? tula ki? tola ki?
এককথায়, এক তোলা সমান এক ভরি। অর্থাৎ তোলা = ভরি
১.৫ তোলা = ১.৫ ভরি। ১ ভরি =১ তোলা। সুতরাং তোলা এবং ভরির মধ্যে কোন পার্থক্য নেই।
১ তোলা সমান ০.০১১৬ কেজি
১ তোলা সমান ১১.৬৭ গ্রাম (প্রায়)
১০০০ গ্রাম সমান ১ কেজি
১ তোলা সমান ০.০১১৬ লিটার
এক কেজি সমান এক লিটার। অর্থাৎ ১ কেজি = ১ লিটার। সুতরাং কেজি এবং লিটরের মধ্যে কোন পার্থক্য নেই।
১ তোলা সমান ০.০১২৫ সের
১ কেজি সমান ১.০৭১৭ সের (প্রায়)
আরও পড়ুন সোনা বা স্বর্ণের ওজন পরিমাপ ও স্বর্ণের হিসাব নিকাশ সম্পর্কে জেনে নিন