Vs অর্থ কি? VS মানে কি? VS: Versus, V মানে কি? V: Versus
Versus এর বাংলা অর্থ বনাম, বিপক্ষে, বিরুদ্ধে, বিপরীতে বোঝানো হয়।
উদাহারনঃ
ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদি খেলাধুলায় এক দল অন্য দলের বিপক্ষে বা বিরুদ্ধে অথবা আইনি লড়াইয়ে বাদী বিবাদী অথবা পড়া লেখায় একে অন্যের বিরুদ্ধে লড়ছে এমন বুঝাতে ইংরেজিতে VS বা V রূপে সংক্ষেপ বুঝানো হয়। VS বা V কে এক কথায় VS বা V মানে বনাম।