আশা, স্বপ্ন, মায়া, কল্পনা মনের সঙ্গি।
এরা নিষ্ঠুর, নির্দয়, নির্মম সভাবের।
আবার কতআশা, কতস্বপ্ন, কতমায়া, কতকল্পনা ভেঙ্গে চুড়মাড় করে দেয়।
তারা দুঃখের সাথে মিশে মনোবেদনা, মানসিক কষ্ট, বিপদ্, দুর্দশা, নিরাশা, বেদনা, মর্মপীড়া, ক্ষোভ, মনের কষ্ট দিয়ে থাকে।
আবার কিছু মনের সুখ, আনন্দ, আরাম, আয়াস, তৃপ্তি, স্বচ্ছন্দ্য, সৌভাগ্যবতী হয়।
তারা কিছু মনের ভালো, ভাল, ললাট, কপাল, হিতকর, নিরীহ, উত্তম হয়।
আবার কিছু মনের খারাপ, মন্দ, বদ, খেলো, নিকৃষ্ট, বাজে, নষ্ট, দুষ্ট, বদ সভাবের হয়।
আশা, স্বপ্ন, মায়া, কল্পনা
মনের নিত্য, সর্বদা, সতত, চিরস্থায়ী, ধারাবাহিক, চির, অনন্ত, অবিনশ্বর মনের সঙ্গি।