একদিন শিক্ষক ক্লাসে ছাত্রদের জিজ্ঞাস করেন যে, এমন একটি জিনিসের নাম বল যাহা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যাকে আমরা সমার্থক সব্দ রুপে জানি।
শিক্ষক এর কথা শুনে এক ছাত্র দাড়িয়ে বলতে শুরু করল-
ছাত্র- চুল।
শিক্ষক- কিভাবে?!
ছাত্র- আমরা জানি, মাথায় থাকলে বলি চুল, চোখের উপরে থাকলে বলি ভ্রু, হাতে পায়ে থাকলে বলি লোম, বুকে থাকলে বলি কেশ আর--
শিক্ষক- সাবধান, থাম। আর নিচে নামিস না।