আমরা জানি, কুত্তা বছরে প্রায় ১২-১৩ টা বাচ্চা জন্ম দেয়। ঐ সব কুত্তার বাচ্চা বেশিভাগ পথে ঘাটে মরে যায়। কেন মরে? কিভাবে মরে? কেউ জানার চেষ্টা করে না। শুধু এটা বলে যে, কুত্তার বাচ্চা মরে আছে। বাকীরা, এর আঙ্গিনা ওর আঙ্গিনায় লাথি ঘুতা খেয়ে বড় হয়।
আমরা দেখি যে, বড় কোন খাওয়ার অনুষ্ঠানে রংবেরঙ্গের কুত্তার মেলা। ঐ অনুষ্ঠানে এতো খাবার পায় তারপরেও কুত্তাদের মন ভরে না। কুত্তার জাত, এটা খাবে না ঐটা খাবে। না খেয়ে শুধু ঘেউ-ঘেউ কামড়া-কামড়ি করে। এর থেকে আরো মারাত্মক, এক এলাকার কুত্তা অন্য এলাকার কুত্তাকে দেখতে পারে না।
যদি দেখে, তাহলে আর রক্ষা নায়। কেন দেখতে পারেনা, কুত্তারা ভালো জানে।
যা হোক, কুত্তার গল্প বলে ভাইরাল হওয়া যাবে না। এতক্ষন কুত্তার গল্প বলে সময় নষ্ট করলাম। এই জন্য দুঃখিত।
ছবিঃ নেট থেকে সংগৃহীত |