স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

মানুষরূপী কুত্তার বাচ্চা

আমরা জানি, কুত্তা বছরে প্রায় ১২-১৩ টা বাচ্চা জন্ম দেয়। ঐ সব কুত্তার বাচ্চা বেশিভাগ পথে ঘাটে মরে যায়। কেন মরে? কিভাবে মরে? কেউ জানার চেষ্টা করে না। শুধু এটা বলে যে, কুত্তার বাচ্চা মরে আছে। বাকীরা, এর আঙ্গিনা ওর আঙ্গিনায় লাথি ঘুতা খেয়ে বড় হয়।
আমরা দেখি যে, বড় কোন খাওয়ার অনুষ্ঠানে রংবেরঙ্গের কুত্তার মেলা। ঐ অনুষ্ঠানে এতো খাবার পায় তারপরেও কুত্তাদের মন ভরে না। কুত্তার জাত, এটা খাবে না ঐটা খাবে। না খেয়ে শুধু ঘেউ-ঘেউ কামড়া-কামড়ি করে। এর থেকে আরো মারাত্মক, এক এলাকার কুত্তা অন্য এলাকার কুত্তাকে দেখতে পারে না।
যদি দেখে, তাহলে আর রক্ষা নায়। কেন দেখতে পারেনা, কুত্তারা ভালো জানে।
যা হোক, কুত্তার গল্প বলে ভাইরাল হওয়া যাবে না। এতক্ষন কুত্তার গল্প বলে সময় নষ্ট করলাম। এই জন্য দুঃখিত।
আসল কথা হল, মানুষরুপী শয়তান কুত্তার চেয়েও খারাপ। সমাজের আনাচে কানাচে ‘মানুষরুপী কুত্তার বাচ্চার অভাব নাই। ঐ সব কুত্তার চরিত্র তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। #MdNchafa, #এনসি

ছবিঃ নেট থেকে সংগৃহীত 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...