স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ম্যাজিক শিখুনঃ যেকোনো সংখ্যার সাথে গুন যোগ গুন দিয়ে ম্যাজিক দেখান।

jadu, zadu, জাদু কোন মন্ত্র তন্ত্র ছাড়া যেকোনো সংখ্যা দিয়ে যাদু শিখুন। প্রথমে একটি খাতা ও কলম নিন। তারপর আপনার বন্ধুকে মানে যাকে এই ম্যাজিক দেখাবেন তাকে বলবেন মনে মনে একটি সংখ্যা নিতে। ঐ সংখ্যা যেন আপনাকে না দেখায়। যেমন, ৫,১০,১৫,১৬ ১৭,১৮,১৯,২০ ইত্যাদি। ও যে সংখ্যা নেবে তা যেন আপনাকে না দেখায়।

তারপর আপনার বন্ধুকে না দেখিয়ে, আপনি একটি সংখ্যা কাগজের টুকরায় লিখে নিন। যেমন ১২। এই সংখ্যা কাউকে না দেখিয়ে বাজ করে সামনে রাখুন। মনে রাখবেন ঐ কাগজের সংখ্যা বন্ধু বা আশে পাশের কেউ যেন না দেখে।

এখন আপনি ও বন্ধু মিলে কারো খাতা কাউকে না দেখিয়ে পরিক্ষার মত করে অংক শুরু করে দিন। এখন আসেন, আপনার বন্ধুকে একটি সংখ্যা নিতে বলেন। মনে করেন, আপনার বন্ধু মনে মনে ১৬ সংখ্যা নিল। ম্যাজিক এর কথা অনুযায় ১৬ যাহা আপনাকে দেখাবে না। ঠিক আছে। এখন আপনি খাতা কলম নিয়ে অংক শুরু করে দিন।

ধরেন আপনার বন্ধু ১৬ নিল। এখন আপনার বন্ধুকে বলেন, ও যে সংখ্যা নিয়েছে তার সাথে ২ গুন করতে। আপনিও করেন যেমনঃ ১৬ X 2= ৩২। এরপর বলেন ১ যোগ করতে। যেমনঃ ৩২ + ১= ৩৩। তারপর বলেন ৫ গুন করতে। যেমন ৩৩ x ৫=১৬৫। এই হল আপনার বন্ধুর অংক। মনে মনে আপনার ধারনা করে অংক করেছেন। এখন আপনি আপনার বন্ধুকে বলেন অঙ্কের যে উত্তর হয়েছে। তাহার ডান পাশের একটি সংখ্যাকে গোল করে নিতে। যেমন আপনি ধরে নিন যে ১৬৫ এর ৫। এখন আপনার বন্ধু যে সংখ্যা ঘোল করেছে তার সাথে ৭ যোগ করতে বলেন। যেমন ৫+৭=১২। ১২ হল আপনার ম্যাজিক। এখন দেখুন আপনি শুরুতে ১২ লিখে সবার সামনে রেখেছেন। এই হল আপনার অঙ্কের ম্যাজিক।

এই হল ম্যাজিক সূত্রঃ যে কোন সংখ্যা ( X ২ + ১ X ৫) যেকোনো সংখ্যার সাথে ২ গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়। তার সাথে ১ যোগ করলে সেটা বিজোড় সংখ্যা হয়। আর তার সাথে পাঁচ গুণ করলে সেটা পাঁচই আসে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...