স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

জাদু শিখুনঃ মনে মনে কলা খাওয়া (মন কলা)

অসাধারণ ম্যাজিক ট্রিকস যা আপনিও করতে পারবেন। ''জাদু'' জাদুর কৌশল, বিভিন্ন ভাবে উপস্থাপন করে প্রকাশ করার নাম হল যাদু । যার অঙ্গভঙ্গি বেশী সুন্দর তার জাদুর কৌশল প্রকাশ করা তত বেশী আকর্ষণীয় ও সুন্দর হয়। জাদু এক প্রকার আর্ট। যাহোক আর বেশী কথা না বাড়াই। এখানে একটি জাদু শিখাবো। জাদুটির নাম দিয়েছি- মনে মনে কলা খাওয়া (মন কলা)।
এখন শিখুন জাদু--
শু মন্রের শু, কালা কুত্তার গু।

এবার করলাম শুরু। এখানে যদি থাকে কোন গুরু। লজ্জা না দিয়ে দেখে যান শুধু। ওপরে আল্লাহ্‌ নিচে মাটি, এই জাদু ১০০% খাঁটি। (বিঃদ্রঃ যে যেভাবে পারবেন ঐ ভাবে উপস্থাপন করবেন)

আমি এখন একটি জাদু শিখাব। জাদুর নাম হল মনে মনে কলা খাওয়া (মন কলা)।

পাঠকঃ আপনাকে দিয়ে শুরু করলাম। আপনি মনে মনে কিছু কলা খান। খাইছেন? যে কলা খাইছেন তার সমান কলা আমার থেকে ধার নিয়ে, মনে মনে আবার খান। খাওয়া শেষ করছেন?? আপনার নিজ থেকে ও আমার থেকে নেওয়া যে কলা খাইছেন তার সাথে আর ৬ টা কলা যোগ করে আবার খান। খাইছেন?? খাওয়া শেষে মোট কত কলা হল। আপনি জানেন। মনে রাখেন।

এবার আপনি মোট যে কলা খাইছেন। তার থেকে মনে মনে সমান ভাগের এক ভাগ বাদ দিন। দিছেন?? মোট কলা থেকে বাদ দেওয়ার পর যে কলা আছে তা থেকে আমার থেকে ধারে যে কলা খেয়েছেন তা মনে মনে আমাকে দিয়ে দিন। দিছেন?? দেওয়ার পরে এখন আপনার কাছে আর মোট কত কলা আছে তা আমি বলতে পারবো। বলবো??? উত্তরঃ ৩টা কলা।

যদি উত্তর ঠিক হয়। তাহলে আপনি আমার মতো করে মনে মনে কলা খাওয়া (মন কলা) যাদু শুরু করে দিন। এখানে মনে রাখবেন, আপনি শেষে ৬টা কলা খাইছেন তা হল যাদু। ৬ এর জায়গাতে আপনি ২ ৪, ৬, ৮, ১০ ইত্যাদি বলতে পারবেন। আপনি শেষে যে কলার পরিমান বলবেন তার হাপ হবে জাদু। যেমন ৬ এর হাপ ৩, ৮ এর হাপ ৪, ১০ এর হাপ ৫ হবে যাদু।



মন্ত্র শিক্ষা, জাদু শেখার বই, জাদু মন্ত্র, নজরবন্দি জাদু, জাদু, ম্যাজিক দেখান, টাকার জাদু
, জাদু ম্যাজিক, জাদু শেখার বই pdf

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...