এক বড় ভাইয়ের লেখা ইস্তফা পত্র। যাহা পড়ে মনে বিরহ জেগেছে। চাকুরীজীবী হলে আপনিও পড়ে দেখুন হইত ভালো লাগবে।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
স্যার,
বিনীত নিবেদন এই যে, মুখে বলতে সাহস পাইনি আর ভালো ইংলিশ পারিনা তাই বাংলা লেখলাম। বেয়াদবি মনে
করবেন না, সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। করুন দুঃখের দিনে স্থান দিয়েছেন এই ঋণ কখনো সুদ করতে
পারবোনা। অনেক দিন সাথে ছিলাম যেন হোক বা না জেনে যে সকল অন্যায় ও ভুলদ্রুটি করেছি
আল্লাহর ওয়াস্তে মাপ করবেন। লেখার সাহস হচ্ছে না, তারপরেও লেখতেছি স্যার। আসল কথা
হল কোন বিষয় ও শিরোনাম ছাড়াই
বলতেছি, চাকুরি থেকে অবসর নিতে ইচ্ছুক।
আশা করি আমার স্থানে অন্য কাউকে নিয়োগ দিয়ে দিবেন।
যত দিন আমার স্থানে কাউকে পাচ্ছেন না। ততদিন আন্তরিকতার সাথে পাশে থাকবো
ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে থাকার কোন প্রয়োজন নেই তাহলে বিদায় দেওয়ার জন্য এই
পত্রখানা গ্রহন করুন।
সবার শেষে, সকলের প্রতি শ্রদ্ধা পেষ করে লেখা শেষ করলাম।