bangladesh police job circular, TRC Police Circular |
bangladesh police job circular: এসএসসি পাশে বাংলাদেশ পুলিশ কনস্টেবল চাকরির সার্কুলার ২০২২, ০১ লা ডিসেম্বর ২০২২ এ প্রকাশিত হয়েছে।
টিআরসি পুলিশ সার্কুলার ২০২২ অনলাইনে আবেদন শুরু তারিখ ২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
প্রার্থীর যোগ্যতাঃ বয়স সীমা ১৮ থেকে ২০ বছর , এসএসসি অথবা সমমান পরীক্ষায় উর্ত্তীণ কমপক্ষে জিপিএ ২.৫ সমমান, বাংলাদেশের স্থায়ী নাগরিক, অবিবাহিত,
উচ্চতাঃ পুরুষ সাধারন ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ফুট ৬ ইঞ্চি, ক্ষুত্র নৃ গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ফুট ৪ ইঞ্চি,
মহিলা সাধারন ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ফুট ৪ ইঞ্চি, ক্ষুত্র নৃ গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ফুট ২ ইঞ্চি।
বুকের মাপঃ সাধারন ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি।ক্ষুত্র নৃ গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
ওজনঃ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টি শক্তিঃ ৬/৬
অনলাইনের আবেদনের নিয়মাবলীঃ http://police.teletalk.com.bd/home.php এ লগিন করে আবেদন ফরম পূরণ করতে হবে।
পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ সার্কুলার: বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল( টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রাথিদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে।
অনলাইনে আবেদন শুরু ১ ফেব্রুয়ারি ২০২২ এবং শেষ ২৮ ফেব্রুয়ারি ২০২২ https://www.police.teletalk.com.bd এ লগিন করে আবেদন ফরম পূরণ করতে হবে।
বাংলাদেশ পুুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল( টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি https://www.police.gov.bd/en/recruitment_information থেকে অথবা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ pdf download করুন।