টিচার ছাত্রকে প্রশ্ন করলো?
টিচার: এই আবুল বলতো জনক কয় প্রকার?
( ছাত্র এত সোজা প্রশ্ন শুনে দাঁত কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর দিল )
ছাত্র: স্যার জনক হইলো ২প্রকার৷ যথা- একটা হইলো 'জাতির জনক' আর আরেকটা হইলো আশঙ্কাজনক'৷
( উত্তর শুনে টিচার রেগে গিয়ে )
টিচার: তোর উত্তর হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি তোরে এখন বেত দিয়া পিটাইমু৷ আর সেইটা হবে তর জন্য 'বিপদজনক'৷
ছাত্র: স্যার আপনেরটাও হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি এখন খিচ্চা দৌড় দিয়া পলামু৷ আর সেইটা হবে আমার জন্য 'সুবিধাজনক'৷
এর কথা শুনে তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে বলল স্যার: আরেক প্রকার জনক আছে৷
আপনে যদি দৌড়াইয়া আবুইল্লারে না ধইরা আনতে পারেন, তবে সেইটা হবে আপনার জন্য 'লজ্জাজনক'৷
আজকের মত এখানে শেষ, তার আগে একটি কথা। এই teacher student jokes পইড়া যদি like, comment, শেয়ার না করেন তবে সেইটা হবে আমার জন্য 'অপমানজনক।
আজকের মত এখানে শেষ, তার আগে একটি কথা। এই teacher student jokes পইড়া যদি like, comment, শেয়ার না করেন তবে সেইটা হবে আমার জন্য 'অপমানজনক।