অনেকেই বলে কর্ম জীবনে এক স্থানে বেশিদিন কাজ করতে নাই। যদি বেশী দিন কাজ করা হয়। মালিক পক্ষ মনে করে কর্মহীন মানুষ, অকর্মার ডেকি, তোমাকে দিয়ে কিছু হবে না, আমার এখানে আছ যে, অন্য কোনখানে গেলে পারবে না, এখানে যে আসে সেই যেতে চাই না, জানতো দেশে কাম কাজ নাই, বেবসার লাভ না্ লোকসানে যাচ্ছে, এর থেকে ভালো বেতন দেওয়া সম্ভব নয়, তারপরেও সবাইকে কিছু দিতে হয়, তারপরেও এই বছর সামান্য কিছু টাকা বেতন বাড়ালাম, বেবসায়ের লাভ হলে পরে দেখব তোমার জন্য কি করা যায় ইত্যাদি বলে মালিক শান্ত। কর্মচারীর চুপ, শুনে যায় আর দীর্ঘ এক নিশ্বাস পেলে। হায় আফসোস এতো বছর চাকরী করে এই সামান্য বেতন। চলব কিভাবে, করব কি। মন বিষণ্ণতায় রুপ নিচ্ছে। কাল বৈশাখী ঝড় এর মত সব লন্ড ভণ্ড হয়ে যাচ্ছে মনে। এভাবে চলতেছে জীবন--
ব্যর্থতা মোর মহা রাজা
আমি তাহার প্রজা,
একারণে দিনকে দিন
ব্যর্থতা দেয় সাজা।
ব্যর্থতা দেয়না অবসর
নিত্যদিনের সঙ্গী ,
ব্যর্থতা কে নিয়ে এখন
মহা দারুণ খুশী।
স্বপ্ন আশা যতো হোক ক্ষয়,