I am sorry |
নির্বোধ আচরণে ক্ষুব্ধ চরিত্র
সীমাহীন নিকৃষ্ট বেআদব
আমি লজ্জিত---
সান্ত্বনা পাওয়ার যোগ্য নয়
নির্লজ্জ কর্মের অপরাধে কলঙ্কিত
ক্ষমাহীন কর্মে দণ্ডিত মন
আহাজারি হৃদয়ে জখম
নীরবে নিভৃতে ঘুমড়ে কাদে মন
শান্তি নাই মনে, শাস্তি দাও
বাঁচতে চাই সোনাই ক্ষমা করে দাও
সবার শেষে সবাইকে বলব। ভালবাসার মানুষকে আঘাত করনা। ঐ আঘাতের যন্ত্রণা মনে কঠিন ভাবে জ্বলে।