কিছুদিন পরেই তো ১৪ ফেব্রুয়ারি ২০২২। ১৪ই ফেব্রুয়ারি স্পেশাল ডে ''ভ্যালেন্টাইন ডে'' সোজা বাংলা কথায় প্রেমিক প্রেমিকাদের জন্য ভালোবাসা দিবস। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে প্রেমিক প্রেমিকার রোমান্টিক কথোপকথন, রোমান্টিক মেসেজ, রোমান্টিক গল্প ইত্যাদি ভালোবাসায় রাঙিয়ে তুলে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ঘিরে কতনা আয়োজন প্রেমিক প্রেমিকারা ভালো জানে। আরও পড়ুন- ১৪ই ফেব্রুয়ারি স্পেশাল ডে valentine day ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা।
সাবধান// সতর্ক বাণী ১৪ ফেব্রুয়ারি
সাবধান// সতর্ক বাণী ১৪ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস ঐ দিন সব ছেলেরাই তাদের গার্লফ্রেন্ড কে শারীরিক সম্পর্ক করার কথা বলবে। তাদের কাছে আন্তরিক অনুরোধ। যে girlfriend কে এরকম প্রস্তাব করবে তাকে ১০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলবে যে শারীরিক সম্পর্ক টা যেন কোন পতিতালয়ে গিয়ে করে আসে। এবং ঐ দিনই ভালবাসা নামক মিথ্যে সম্পর্কটার সমাপ্তি করে দাও। কেননা ভালবাসা পবিত্র একটা জিনিস যেখানে কোন অপবিত্র জিনিসের জায়গা নাই। আরও পড়ুন- ইসলামের দৃষ্টিতে ভালোবাসা দিবস
আর এখন বলব ছেলেদের উদ্যেশ্যে: আরে ভাই তোমরা মেয়েদেরকে কি ভাব যে, শারীরিক সম্পর্ক করলেই ভালবাসা হয়ে যায়!!! তাছাড়া হয় না?
নারী মানেই কারো মা কারো বোন, "হ্যাঁ" এখন প্রশ্ন থাকতে পারে তাহলে বউ হবে কে?
বউ তো সেই হবে যাকে আল্লাহ তায়ালা জন্মের পরেই তোমার সাথে সেট করে রাখছে.। নারীদের সম্মান কর তাহলে নিজের সম্মান ও বৃদ্ধি পাবে। একটু চিন্তা করে দেখ যে, নারী না হলে আমরা পুরুষ আসতাম না, নারী না থাকলে মা কি জিনিস বুঝতাম না,যে নারীদের কথা আল্লাহ তায়ালা কুরআন শরীফে অনেক বার উল্লেখ করেছেন। আরে শারীরিক সম্পর্ক অনেক করতে পারবেন যখন আপনার স্ত্রী আসবে।
আর আল্লাহ তায়ালা এটাও বলেছেন যে, বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক করবে যে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায় আর তো বলাই আছে যে যেমনটা করবে তার জন্য তেমন কিছুই থাকবে ভবিষ্যতে হোক ভালো কাজ অথবা খারাপ কাজ.....
আর মেয়েদের প্রতি আমার অনুরোধ রইল কেউ অন্তত ১৪ ফেব্রুয়ারীর দিন প্রতারনার শিকার হয়ো না......
এতক্ষণের সব কথা শোনার পর প্রশ্ন আসতেই পারে আপনি কত ভালো মানুষ টা যে এতো advice দিলেন?
আসলে আমি ও খুব একটা ভালো মানুষ না.... সবাই অপদার্থ বলে তবে নারী জাত টাকে অনেক বেশি সম্মান করতে জানি,,,,,
তাই সবাই সর্তক থাকুন, সুস্থ থাকুন, এবং ১৪ ই ফেব্রুয়ারিকে না বলুন,,,
-
অনেকে বিভিন্ন প্রয়োজনে ফটোশপে ছবির কাজ করি কিন্তু ছবি/ Photo size নিয়ে চিন্তায় পড়ে যায়। কিভাবে ছবির সাইজ করব? চিন্তার কোন কারণ নেই, চ...
-
গাছ মাপের হিসাব, গাছের ফুট হিসাব, সাইজ কাঠের হিসাব, কাঠ পরিমাপের সূত্র ইত্যাদি সবাই জানে না। বর্তমান প্রযুক্তির যুগে অনলাইন থেকে google মা...
-
সালাতুল তাসবিহ কি নামাজ ? সালাতুত তাসবীহ (আরবি: صلاة تسبيح ) তাসবীহের নামাজ নামেও পরিচিত। সালাত শব্দের অর্থ নামাজ। আর তাসবিহ বলতে ‘সুব...
ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন
১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন
১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...