বর্তমান সমাজে বিশেষ কোনো কর্মসম্পাদনের জন্য আন্তরিক আবেগ বা শক্তি প্রদান করা মানুষের অভাব দুনিয়াতে।আমাদের মধ্যে অনেক লোক এমন আছেন, যারা ব্যর্থ হয়েছেন কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ নেই, অথচ উঠে দাঁড়ানোর মতো তাদের সবই ছিল।
অন্যকে আমরা পুরোপুরি অর্থ দিয়ে সাহায্য-সহযোগীতা করতে সক্ষম নাও হতে পারি, তবে তার কঠিন সময়ে তার পাশে থেকে প্রেরণা বা উৎসাহ দিতে পারি। উৎসাহ ভালোবাসা ও প্রবল আবেগ বা প্রবৃত্তি ইতিবাচক সহযোগিতার মাধ্যমে উৎসাহ দিতে পারি। মানবিক ভাবে এর চাইতে উত্তম কাজ আর কী হতে পারে?
একটি গল্প বলি শুনেনঃ
কোন এক দিন রাস্তার ধারে দেখতে পেলাম ট্রাকের উপর হাতি তুলতেছে। একজন লোক ট্রাকের উপর থেকে একটি হাতিকে চিকল বেঁধে টানে আর এক জন পিছন থেকে হাতিকে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। কিন্তু বিষয়টি এমন নয় যে, লোকটি হাতিটিকে পিঠে ধাক্কা দিয়ে ট্রাকের মধ্যে উঠিয়ে দিবে আবার উপরের লোকটি হাতিকে টেনে তুলে নিতে পারবে বরং এখানে শিক্ষার বিষয়ঃ ব্যাপারটি হল লোকটি হাতির পিঠে হাত রাখলে, হাতি বুঝবে যে তাকে সমর্থন করার জন্য কেউ আছে এবং সে সহজেই নিজেই ট্রাকের উপরে ওঠার চেষ্টা করে এবং উরের লোকের টানার ইঙ্গিতে হাতি নির্ভয়ে উপরে ওঠে আসে এভাবে তারা সফল হয়।
আমি বলতে চেয়েছিলাম প্রেরণার, সমর্থন বা উৎসাহ এক অমূল্য সম্পদ। যদি গল্পটি বুঝে থাকেন তাহলে বলবো "প্রেরণার এটি এক চমৎকার উদাহরণ"