স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

হাতের নখে সাদা ফুল বা নখে ফুল ফুটলে কি হয়

নখের ফুল থাকলে কি হয়?

যুবক যুবতীর হাতের নখে সাদা ফুল দেখা গেলে মনে প্রশ্ন তুলে যে, নখে সাদা দাগ বা ফুল কেন হল। এটা স্বাভাবিক নতুন কিছু দেখলে সবার মনে কৌতুহল জাগে। ছোট বড় সবার হাতে, হাতের নখে সাদা ফুল বা নখে ফুল ফুটে। হাতের নখে সাদা ফুল বা নখে ফুল এই বিষয়ে বিশ্বের বিভিন্ন জ্যোতিষশাস্ত্র মতে হাতের নখে ফুল দেখা যায় তাহলে তুমি ভাগ্যবান বা ভাগ্যবতী। খুব শীঘ্রই তুমি অনেক টাকার মালিক হবে। কাছের মানুষের কাছ থেকে কোন গিফট বা উপহার পাবে, নতুন জামা, কাপড়, সোনা, গয়না ইত্যাদি। ভ্রমণ বিলাসী মানুষের সংগ পাবে এবং খুব শীঘ্রই তোমার নতুন বন্ধু হতে চলেছে। আবার অনেকে বলে যে তোমার জীবনে শত্রুর আগমণ হতে চলেছে। এভাবে আরও অনেক খুশি ও আনন্দময় কথা প্রকাশ করে থাকা। আবার কোন কোন দেশের লোকে বিশ্বাস করে যে দুনিয়াতে আর কত বছর বেঁচে থাকবে তার ফুল ফুটেছে। যত দাগ তত আয়ু - ইসলাম ধর্মে এইসব চিন্তাভাবনা করা কুসংস্কার। ইসলামী জীবনবিধান কুসংস্কারমুক্ত। প্রিয় নবী করিম (সা.) এই কুসংস্কারজনিত বিশ্বাসকে হারাম বলে অভিহিত করেছেন। এটি শেরেক ও পৌত্তলিকতা ছাড়া আর কিছুই নয়। সব মঙ্গল-অমঙ্গলের শক্তি ও ক্ষমতার মালিক একমাত্র আল্লাহতায়ালা এই ইমান ও বিশ্বাসের প্রতি মোমিন মুসলমানের সুদৃঢ় আস্থা থাকতে হবে।
মেশকাত শরিফে উল্লেখ আছে : হজরত রাসূলে পাক (সা.) বলেছেন, শুভাশুভ লক্ষণ দিনক্ষণ ঠিক করা এবং কুসংস্কারজনিত অন্ধ বিশ্বাসকে আঁকড়ে থাকা বা বিচার করা শেরেকি পৌত্তলিকতায় পর্যায়ভুক্ত।

মেডিকেল অ্যাস্ট্রোলজির সূত্রমতে, নখের ফুল কেন হয়? নখে সাদা দাগ হয় কেন? শরীরের রক্তসঞ্চালনে অসুবিধা থাকলে নখে সাদা স্পট দেখা যায়। এছাড়া শরীরে জিংক ও ক্যালসিয়ামের অভাবেও নখে সাদা স্পট দেখা যেতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...