স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

রাজনীতি

রাজনীতি একটি শব্দ। রাজনীতি শব্দের ব্যাবহার বিশাল। বর্তমানে রাজনীতি শব্দ দিয়ে যা বুঝি কোন দল বা গুষ্টির আলোচনা। রাজনীতি  rajniti রাজনীতি গ্রামে গঞ্জে হাটবাজারে এবং শহরের মানুষের রাজনীতি।

রাজনিতি ইংরেজি Politics,আবার গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা করলে পাওয়া যায় Politics এর বিশেষ্যঃ রাজনীতি, রাষ্ট্রনীতি, নীতি, কূটনীতি, রাজনৈতিক মতাদি, রাজনৈতিক কার্যাদি ইত্যাদি। 
পলিটিক্স এর প্রকৃত অর্থ হলো: পলি- যার অর্থ একাধিক এবং টিক্স- যার অর্থ রক্তচোষা পরজীবী । — কিনকি ফ্রাইডম্যান।

রাজনীতি কী? 
দেশ, মাটি ও মানুষের কল্যাণের জন্য ক্ষমতা, বুদ্ধি ও সাহস দিয়ে উত্তেজনা ও বিপদজনক জেনেও অন্যায়ের বিরুদ্ধে রক্তপাত ছাড়া যুদ্ধ করে সঠিক দাবী আদায় করার নাম হল রাজনীতি। 
 
rajniti ছোট বেলায় বাবার মুখে শুনেছি রাজাদের নিয়ম নীতি কে রাজনীতি বলে। বাবার মতে, রাজ মানে হল রাজা আর নীতি হল আদর্শ বা নিয়ম কানুন। 

এই কথা শুনে বাবাকে প্রশ্ন করেছিলাম এইটা যদি রাজনীতি হয় তাহলে আমরা খেটে খাওয়া মানুষ কেন রাজনীতির করি। বাবা এর উত্তর দিল বাবু তুমি এখনো ছোট তাই বর্তমান রাজনীতি কী তা বুঝবে না। তারপরে শুন এখন সবাই পেটনীতি করে, রাজনীতি নয়।!! পেটনীতির কথা শুনে একটু হাসলাম। এইটা আবার কেমন নীতি? এর ব্যাখ্যা আর বাবার থেকে শুনার চেষ্টা করিনাই। 

এখন বড় হয়েছি। সব দেখতেছি, বুঝতে শিখেছি। বর্তমানে বুঝতেছি রাজনীতি কাকে বলে। বর্তমান রাজনীতি হল বাবার কাছ থেকে না জানা সেই পেটনীতি।

পেটনীতির চক্করে রাজনীতি এখন দুর্নীতি পরিণত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশে ধীরে ধীরে অনেক রাজনীতি দল সৃষ্টি হয়েছে এবং হচ্ছে। বাংলাদেশের রাজনীতি দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ, ইসলামিক সংগঠন ইত্যাদি। এই দল সমুহের মাধ্যমে রাজনীতি করে যাছে বাংলার আমজনতা।

বর্তমান যুগে রাজনীতিতে বড় নেতা হওয়ার কিছু টিপস

রাজনীতি বাংলাদেশ, রাজনীতি খবর, রাজনীতি স্ট্যাটাস, রাজনীতি মানে কি, রাজনীতি কেন করব, রাজনীতি শব্দের উৎপত্তি

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...