নেতা হতে চাও। নেতা হওয়ার যোগ্যতা আছে কি। রাজনৈতিক নেতা হওয়ার উপায় কি। এসো নেতা হওয়ার জন্য কিছু গুণাবলীর আলোচনা করি।
বর্তমানে রাজনীতি করার জন্য বেকার থাকা প্রয়োজন। বেকারের সাথে সাথে কোন সঙ্গি থাকতে পারবে না। থাকতে পারবে না কোন পিছু টান। থাকতে হবে উঁচু গলা, মিথ্যা বলার সাহস। পড়তে হবে কালো চশমা অন্ধের মত দেখেও না দেখার অভিনয় করতে হবে। মনে রাখবা তাহলে তুমি সফল নেতাদের বড় নেতা। বিশ্বাস হচ্ছে না! চিন্তা করে দেখ। চুখের সামনে আসবে। বড় নেতা কারা হচ্ছে। এলাকা কার দখলে। অন্তর চুখ খুলে যাবে। দেখতে পাবে আয়নার মত। বুঝে নাও নিজের মত। সবাই আবার নেতা নয়, নেতার নামে চামচা। চামচা কি? নেতাদের চামচা বা অনুচর, তোষামোদকারী পার্শ্বচর, তাঁবেদার, চাটুকার এই রুপ শব্দের সাথে এমন লোকের চরিত্র মিলে যায় তাকে আমরা চামচা বলে থাকি। চামচাদের সাথে তাল মিলিয়ে চলতে পারলে তুমি এক জন নেতা। নেতাদের নীতিকে তেল দিয়ে আর সহজ করে সাজাতে হবে। তাহলে তুমি এক জন নেতা। কথায় আছে, তেল মাথায় তেল দেওয়া।
বিদ্রতঃ পড়া শেষে মন খারাপ হলে কিছু বলার নাই--- ভালো কিছু লেখতে পারলাম না।
দুর্নীতিবাজ খুনিদের গলায় মালা দিয়ে ভালো সমাজ এর আশা কীভাবে করা যায়? চিন্তা করেন, জানেন, বুঝেন, দেখেন কিন্তু দলকান।! পড়ালেখা শিক্ষা উচ্চমানের কিন্তু নীতির অভাব। এই আমাদের স্বভাব। এই কলঙ্কিত স্বভাব নিয়ে বেঁচে থাকার নাম জীবন? এই জীবন, জীবন নয়।