স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বর্তমান যুগে রাজনীতিতে বড় নেতা হওয়ার কিছু টিপস

নেতা হতে চাও। নেতা হওয়ার যোগ্যতা আছে কি। রাজনৈতিক নেতা হওয়ার উপায় কি। এসো নেতা হওয়ার জন্য কিছু গুণাবলীর আলোচনা করি।  

বর্তমানে রাজনীতি করার জন্য বেকার থাকা প্রয়োজন। বেকারের সাথে সাথে কোন সঙ্গি থাকতে পারবে না। থাকতে পারবে না কোন পিছু টান। থাকতে হবে উঁচু গলা, মিথ্যা বলার সাহস। পড়তে হবে কালো চশমা অন্ধের মত দেখেও না দেখার অভিনয় করতে হবে। মনে রাখবা তাহলে তুমি সফল নেতাদের বড় নেতা। বিশ্বাস হচ্ছে না! চিন্তা করে দেখ। চুখের সামনে আসবে। বড় নেতা কারা হচ্ছে। এলাকা কার দখলে। অন্তর চুখ খুলে যাবে। দেখতে পাবে আয়নার মত। বুঝে নাও নিজের মত। সবাই আবার নেতা নয়, নেতার নামে চামচা। চামচা কি? নেতাদের চামচা বা অনুচর, তোষামোদকারী পার্শ্বচর, তাঁবেদার, চাটুকার এই রুপ শব্দের সাথে  এমন লোকের চরিত্র মিলে যায় তাকে আমরা চামচা বলে থাকি।  চামচাদের সাথে তাল মিলিয়ে চলতে পারলে তুমি এক জন নেতা। নেতাদের নীতিকে তেল দিয়ে আর সহজ করে সাজাতে হবে। তাহলে তুমি এক জন নেতা। কথায় আছে, তেল মাথায় তেল দেওয়া। 

বিদ্রতঃ পড়া শেষে মন খারাপ হলে কিছু বলার নাই--- ভালো কিছু লেখতে পারলাম না। 


দুর্নীতিবাজ খুনিদের গলায় মালা দিয়ে ভালো সমাজ এর আশা কীভাবে করা যায়? চিন্তা করেন, জানেন, বুঝেন, দেখেন কিন্তু দলকান।! পড়ালেখা শিক্ষা উচ্চমানের কিন্তু নীতির অভাব। এই আমাদের স্বভাব। এই কলঙ্কিত স্বভাব নিয়ে বেঁচে থাকার নাম জীবন? এই জীবন, জীবন নয়।


 

    

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...