স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

মাথা ব্যথা কেন হয় এবং মাথা ব্যথা দূর করার উপায় জেনে নিন

মাথা ব্যথা কেন হয়। মাথা আছে তাই মাথা ব্যথাও আছে। এই মাথা ব্যথা নিয়ে অবহেলা না করে কেন মাথাব্যথা হচ্ছে তার কারণ জানার চেষ্টা করুন। মাথা ব্যথার সঠিক কারণ জানতে পারলে সর্ব্বোচ্চ উত্তম চিকিৎসা পাওয়া সম্ভভ।চিকিৎসকদের মতে মাথা ব্যথা প্রায় ১৫০ প্রকারের কারণ আছে। এই মাথা ব্যথা গুলোর আলাদা আলাদা কারণ আছে। তাই মাথা ব্যথা কেন করে বা মাথা ব্যথার বিভিন্ন কারণ গুলোর মূল হল খুব পরিচিত দুটি কারণ মাইগ্রেন আর টেনশন।

মাইগ্রেন কী 
নারীরাই মাইগ্রেনে বেশি ভোগেন। সাধারণত ১৫ থেকে ১৬ বছর বয়স থেকে মাইগ্রেনের লক্ষণ দেখা দেয়। স্থায়ী হয় ৪০ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত। মাইগ্রেনে মাথাব্যথার লক্ষণগুলো হলো:

• মাথার যেকোনো একপাশে ব্যথা হয়। একবার একপাশে ব্যথা হলে পরের বার অন্য পাশেও ব্যথা হতে পারে।
• চার ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে।
• মাথার দুই পাশের রক্তনালি বা রগ টনটন করছে বলে মনে হওয়া।
• ব্যথার তীব্রতায় কোনো কাজই ঠিকভাবে করা যায় না।
• আলো বা শব্দে ব্যথার তীব্রতা বেড়ে যায়।
• ব্যথার সঙ্গে বমিভাব বা বমি হতে পারে।
• ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর নাচানাচি, আঁকাবাঁকা লাইন ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।
• অন্ধকারে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কমে।


টেনশন টাইপ হেডেক
মাথার মাংসপেশির সংকোচনের কারণে এ মাথাব্যথা হয়। এ ধরনের ব্যথার উপসর্গগুলো হলো:
• মাথাজুড়ে ব্যথা হয়।
• মাথা চেপে ধরে আছে—এমন অনুভূতি হওয়া।
• মাইগ্রেনের মতো ততটা তীব্র ব্যথা হয় না।
• এ ধরনের মাথাব্যথা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
• দুশ্চিন্তা, পারিবারিক বা পেশাগত কিংবা মানসিক চাপের সঙ্গে এই ব্যথার সম্পর্ক আছে।

কী করবেনমাথাব্যথা থেকে তাৎক্ষণিক পরিত্রাণ পেতে বিভিন্ন ব্যথানাশক ওষুধ, যেমন প্যারাসিটামল ইত্যাদি সেবন করা যেতে পারে। ব্যথানাশক ওষুধের সঙ্গে অবশ্যই পেপটিক আলসাররোধী ওষুধ খেতে হবে। অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবনেও মাথাব্যথা হতে পারে। এ সমস্যাকে বলে মেডিসিন ওভার ইউজ হেডেক। তাই খুব প্রয়োজন না হলে ঘন ঘন ব্যথানাশক ওষুধ না খাওয়াই ভালো। চিকিৎসকের পরামর্শে দীর্ঘমেয়াদি কিছু ওষুধ সেবনে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সংগৃহীত সূত্র- prothomalo-মাথাব্যথার কারণ ও মুক্তির উপায়, মাথা ব্যথার ধরন, মাথা ব্যথার কারণ ও প্রতিকার, মাথা ব্যথা কমানোর সহজ উপায়, মাথা ব্যথা দূর করার উপায়, মাথা ব্যথায় করণীয়, মাথা ব্যথা হলে কি করনীয়, মাথা ব্যথার ওষুধের নাম, মাথা ব্যথা ট্যাবলেট নাম, মাথা ব্যথা ঔষধ, মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায়, মাথা ব্যথার ব্যায়াম, মাথা ব্যথার মলম 

টেনশন কি?

মানসিক চাপ, উদ্বেগ,অশান্তি বা টেনশন(Tension) জেনে নিন- টেনশন ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...