স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

সাবধান! সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করোনা।

নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। আমরা সবাই তাঁরই প্রশংসা করছি, তাঁরই নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁরই নিকট আশ্রয় প্রার্থনা করছি প্রবৃত্তির অনিষ্ট ও খারাপ আমল থেকে। যাকে আল্লাহ তা‘আলা হিদায়াত দিবেন তাকে পথভ্রষ্ট করার আর কেউ নেই এবং যাকে আল্লাহ তা‘আলা পথভ্রষ্ট করবেন তাকে হিদায়াত দেওয়ারও আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তা‘আলা ছাড়া সত্য কোনো মা’বূদ নেই। তিনি একক, তাঁর কোনো শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার বান্দা ও একমাত্র তাঁরই প্রেরিত রাসূল।

সাবধান! সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করোনা।কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না।


আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে নাঃ জুবায়ের ইবন মুত্বইম থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না 

আবু মূসা থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। অভ্যস্ত মদ্যপায়ী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ও যাদুতে বিশ্বাসী।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন: সাবধান! তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমাদের প্রত্যেকেই স্বীয় অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং শাসনকর্তা যিনি জনগণের রক্ষক, তিনি স্বীয় অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন আর প্রত্যেক পুরুষ স্বীয় পরিবারের লোকদের রক্ষক এবং তিনি নিজের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আর প্রত্যেক নারী স্বীয় স্বামীর পরিবারের লোক ও তাঁর সন্তানদের দায়িত্বশীল এবং তিনি তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। কোনো লোকের চাকর স্বীয় মনিবের সম্পদের রক্ষক এবং সে তার সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (বুখারি ও মুসলিম)

আত্মীয়তার সম্পর্ক বলতে বুঝানো হয়, পিতা-মাতা, ভাই-বোন, ছেলে-মেয়ে এবং এসবের উর্ধ্বতন ও নিম্নতন আত্মীয়।

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে জরুরি, আত্মীয়তা-সম্পর্ক ছিন্ন করা যে হারাম আর আত্মীয়দের ভালো-মন্দের খোঁজ-খবর রাখা, বিপদাপদে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করার ফযীলত সম্পর্কে কোরআনে কারিমে এবং হাদিসে অনেক বাণী উল্লিখিত হয়েছে।

আল্লাহ পাক ঘোষণা করেন, আর তোমরা আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা এক অপরের কাছে কিছু চাও এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সঙ্গে সম্পর্কে সর্তকতা অবলম্বন কর। অর্থাৎ রক্ত সম্পর্কীয় সম্পর্ক ছিন্ন করো না। (সূরা আন-নিসা)

আল্লাহ আরো বলেন, পৃথিবীকে অনর্থ সৃষ্টি করবে এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে- এসব যারা করে, তাদের প্রতিই আল্লাহ অভিসম্পাত করেন। অতঃপর তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করে দেন। (সূরা-মুহাম্মাদ,আয়াত-২২,২৩)।

আল্লাহ আরো বলেন, ‘তারাই তো জ্ঞানবান যারা আল্লাহর প্রতিশ্রুতি পূরণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না। আর আল্লাহ আত্মীয়তার যে সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন, যারা তা অক্ষুন্ন রাখে, তাদের পালনকর্তাকে ভয় করে এবং কঠোর হিসাবের ভয় রাখে। (সূরা আর-রাদ,আয়াত-২০,২১)।

আল্লাহ পাক আরো ঘোষণা করেন, ‘এর দ্বারা আল্লাহ তায়ালা অনেককে বিপথগামী করেন, আবার অনেককে সঠিক পথও প্রদর্শনও করেন। বস্তুতঃ তিনি অসৎ ব্যক্তিবর্গ ছাড়া কাউকে বিপথগামী করেন না। বিপথগামী ওরাই, যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ককে অক্ষুন্ন রাখার নির্দেশ দিয়েছেন তা ক্ষুন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। তারাই যথার্থ ক্ষতিগ্রস্ত।’ (সূরা আল-বাকারা, আয়াত-২৬৭, ২৭)।


“যারা আল্লাহ তা‘আলাকে দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ তা‘আলা আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য রয়েছে লা’নত ও অভিসম্পাত এবং তাদের জন্যই রয়েছে মন্দ আবাস”। [সূরা আর-রা‘দ, আয়াত: ২৫]

বস্তুত আল্লাহ পাক যে সম্পর্ক অক্ষুন্ন রাখার আদেশ করেছেন,সেগুলোই হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পর্ক।

সহীহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন, ‘রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ক্ষুন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না।’ সুতরাং যে লোক নিজের অসহায়, দরিদ্র আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, যে তাদেরকে পরিত্যাগ করে, তাদের প্রতি অহংকার ও দম্ভ করে সে বিত্তবান আর তারা দরিদ্র, এ ধরনের অবস্থায় সে দয়া-দাক্ষিণ্য ও সহায়তার বন্ধনে চিড় ধরায়, উল্লেখিত হুঁশিয়ারি ও সতর্কতা অনুযায়ী সে জান্নাতে প্রবেশের অনুমতি পাবে না। শুধু আল্লাহর কাছে তওবা ও আপনজনদের সঙ্গে সদাচরণের মাধ্যমে সম্পর্কোন্নয়নের দ্বারাই এ অবস্থা থেকে পরিত্রাণের আশা করা যেতে পারে।

আর এক হাদিসে আছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন দুর্বল-দরিদ্র, সে যদি তাদের প্রতি বদান্যতা না দেখিয়ে বরং নিজের দান-সদকা তাদেরকে না দিয়ে (দূরের) অন্য কাউকে দেয়, আল্লাহ তার দান-দক্ষিনা কবুল করবেন না এবং হাশরের দিন তার দিকে দৃষ্টিপাতও করবেন না।’(তাবারানী)।

যদি নিজেই দরিদ্র হয়, তথাপি আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং খোজ-খবর রাখার মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা উচিত। কেননা রাসূল (সা.) বলেছেন, ‘সালাম দেয়ার মাধ্যমে হলেও তাদের সম্পর্ক অক্ষুন্ন রাখ।’ (তাবারানী)।

রাসূল (সা.) আরো বলেন, ‘যে লোক আল্লাহ ও পরকালের ওপর বিশ্বাস রাখে, সে যেন রক্ত সম্পর্কীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখে ‘ (বুখারী, আবু দাউদ, তিরমিযী)।

আর এক হাদিসে রাসূল (সা.) বলেন, ‘অনুগ্রহের প্রতিদানে অনুগ্রহ প্রদর্শনকারী রক্ত সম্পর্কীয় আত্মীয়তার রক্ষক নয়, বরং যে লোক বিচ্ছিন্ন সম্পর্ক নতুন করে গড়ে তোলে, সেই-ই উক্ত সম্পর্কের রক্ষক।’

হাদিসে কুদসীতে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ পাক বলেন, আমার নাম ‘রহমান’(পরম দয়ালু),আর আত্মীয়তার সম্পর্ককে বলা হয় ‘রহন’,যে লোক তা অক্ষুন্ন রাখে আমি তার সঙ্গে সম্পর্ক রক্ষা করি। আর যে তা অক্ষুন্ন করে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন।’ (আবু দাউদ, তিরমিযী)।

হজরত আলী (রা.) তার ছেলেকে বলেছিলেন, ‘ওহে বৎস! কখনো রক্ত সম্পর্ক ছিন্নকারীর সঙ্গে চলো না। কেননা আমি আল্লাহর কিতাবে তিন জায়গায় তাদেরকে অভিশপ্ত আখ্যায়িত হতে দেখেছি।’ (আবু দাউদ, তিরমিযী)।

হজরত আবু হুরায়রা (রা.) এবারে এক সভায় রাসূল (সা.) এর হাদিস বর্ণনা কালে বলেন, ‘আত্মীয়তার ম্পর্ক ছিন্নকারী এ সভা ছেড়ে চলে যাও। কেননা তার সঙ্গে একত্রে বসতে আমি বিরক্তি বোধ করি।’ একথা শুনে সভাস্থলের পেছন দিক থেকে উঠে চলে গেল। সে তার ফুফুর কাছে গেল। যার সঙ্গে সে বহু বছর ধরে সম্পর্ক ছিন্ন করে রেখেছিল। সে তার বিরোধ মিটিয়ে আবার সম্পর্ক বহাল করলো। ফুফু জানতে চাইল, ‘বেটা! কী কারণে তুমি এ কাজ করলে?

সে জবাব দিল, আমি রাসূল (সা.) এর ঘনিষ্ঠ সাহাবী হজরত আবু হুরায়রা (রা.) এর সভায় বসেছিলাম। তিনি বললেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এ সভাস্থল ছেড়ে চলে যাও।’ তার ফুফু বললেন, ‘তুমি হজরত আবু হুরায়রা (রাঃ.) এর কাছে গিয়ে জেনে নাও যে নির্দেশ দানের কারণ কী?’ সে হজরত আবু হুরায়রা (রা.) এর কাছে ফিরে এসে সব বিস্তারিত বলে জিজ্ঞেস করল, ‘আত্নীয়তার সম্পর্ক ছিন্নকারী আপনার কাছে এস বসতে পারবে না কেন?’ হজরত আবু হুরায়রা (রা.) বললেন, ‘আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি এমন সভাস্থলে আল্লাহর রহমত বর্ষিত হয় না, যে সভায় রক্ত সম্পর্ক ক্ষুন্নকারী কোনো লোক থাকে।

শিক্ষনিয় পোষ্ট
কাহিনী: কথিত আছে, একবার এক বিত্তবান লোক হজে গিয়েছিল। মক্কা শরীফে পৌছে সে খুবই বিশস্ত ও সৎ লোক বলে পরিচিত এক লোকের কাছে নিজের এক হাজার স্বর্ণমুদ্রা গচ্ছিত রাখলো। পরে সে আরাফাত থেকে ফিরে এসে দেখলো, লোকটি ইন্তেকাল করেছে। তার পরিবারে লোকদের কাছে খোঁজ নিয়ে জানতে পারলো, তারা তার গচ্ছিত রাখা স্বর্ণমুদ্রার ব্যাপারে কিছুই জানে না। অতৎপর সে মক্কা নগরির বিশিষ্ট আলেমদের কাছে সব কথা জানিয়ে পরামর্শ চাইল। তারা তাকে পরার্শ দিলেন, তুমি গভীর রাতে যমযম কূয়ার কাছে গিয়ে তার নাম নিয়ে ডাক দাও, যদি সে বেহেস্তী হয়, তবে প্রথম ডাকেই সাড়া দিয়ে তোমার মুদ্রার ব্যাপারে বলবে। লোকটি মধ্যরাতে যমযম কূয়ার পাশে যেয়ে বহু ডাকডাকি করেও কোনো সাড়া পেল না। অবশেষে আলেমদের কাছে ফিরে এলো। তারা বললেন, ‘ইন্না লিল্লাহি’ আমাদের আশংকা হচ্ছে, তোমার বন্ধু সম্ভবত দোযখী হয়েছে। তুমি ইয়ামানে চলে যাও। সেথায় বারহুত নামে একটি কূয়া আছে। বলা হয়ে থাকে, উক্ত কূয়াটি জাহান্নামের মুখে অবস্থিত এবং সেখানে পাপীদের রুহ বিচরণ করে। মধ্যরাতে তুমি সেখানে গিয়ে ডাক দাও। সে জাহান্নামি হলে তোমার ডাকে সাড়া দেবে।

অতৎপর সে ইয়ামানে এস বহু খোঁজাখুঁজি করে উক্ত কূয়ার সন্ধান পেয়ে মধ্যরাতে কূয়ার পাশে গেল এবং মৃত লোকটির নাম ধরে ডাক দিতিই সে তৎক্ষণাত সাড়া দিল। লোকটি জিজ্ঞেস করল, আমার এক হাজার স্বর্ণমুদ্রা কোথায় রেখেছ? সে বলল, ‘আমার ঘরে অমুক স্থানে আমি তা পুতে রেখেছি। আমার ছেলেদের বিশ্বস্ত মনে করিনি বলে তাদের কাছে রাখিনি। তুমি আমার বাড়ি গিয়ে উক্ত স্থানে খুড়লেই তোমার মুদ্রাগুলো পেয়ে যাবে। তুমি তা নিয়ে নাও।’ সে বলল, তুমি এখানে কেন? আমরা তো তোমাকে সৎ লোক হিসাবেই জানতাম। সে জবাব দিল, আমার এক অসহায় অভাবগ্রস্থ বোন ছিল। আমি কখনো তার খোজ-খবর নেইনি, তাই মহান আল্লাহ আমায় এ শাস্তি দিয়েছে।

এখান থেকে আমরা যা জানতে পারলাম। সম্পর্ক নিয়ে উক্তি/ রক্তের সম্পর্ক নিয়ে উক্তি/ আত্মীয়তার সম্পর্ক নিয়ে উক্তি/ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হাদিস/ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না কেন ইত্যাদি। সংগৃহীত সূত্র- faridpur-protidin রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করার পরিণাম

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...