স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

কিছু বাস্তব সত্য যা নিয়ে লজ্জা করা উচিত নয়

কিছু বাস্তব সত্য জীবনে চলার পথে হয়তো মনের অজান্তেই কখনো লজ্জা করিবেন না। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের ধৈর্য্য পরীক্ষা করে থাকেন। আল্লাহ সর্বশক্তিমান। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করে কেউ জানি না। তাই  দয়া করে কেউ নীচের ৪ জিনিস নিয়ে কখনো লজ্জা করিবেন না। 


পুরনো কাপড়

অর্থের অভাবে পুরনো কাপড় পরিধান করতে পারেন। তা নিয়ে কখনো লজ্জা করিবেন না। ধন সম্পদ এর মালিক একমাত্র আল্লাহ। কেনন আল্লাহ তাআলা রহমতে ধন সম্পদ একদিন হতে পারে। newsone24 এর সম্পদ বৃদ্ধির ৮ উপায়

 (১) সুদ থেকে মুক্ত থাকা: 

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন।’ (সূরা বাকারা, আয়াত: ২৭৬)।

সুদের মাধ্যমে মানুষের সম্পদ বিনষ্ট হয়। সুতরাং, সর্বাবস্থাতে সুদ থেকে বিরত থাকুন।

(২) পরিবারের বন্ধন দৃঢ় রাখা:
হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার রিজিক ও জীবনের সময়কে বৃদ্ধি করতে চায়, তার উচিত পরিবারের বন্ধনকে দৃঢ় রাখা।’ (বুখারী ও মুসলিম)।

সুতরাং, কেউ যদি তার সম্পদকে বৃদ্ধি করতে চায়, তবে তার উচিত তার পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ককে দৃঢ় রাখা।

(৩) আল্লাহর শোকর করা:
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরো দেব...।’ (সূরা ইব্রাহিম, আয়াত: ৭)।

জীবনের সকল অবস্থায় আল্লাহর দেয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা ও শোকর করা আমাদের জন্য অন্যতম পালনীয়। আল্লাহর শোকর ও কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং উপরের আয়াতের ঘোষণা অনুযায়ী নিজেদের সম্পদকে বৃদ্ধি করে নিতে পারি।  

(৪) আল্লাহর ক্ষমার সন্ধান করা:
পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, ‘তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদী-নালা প্রবাহিত করবেন।’ (সূরা: আল মা’আরিজ, আয়াত: ১০-১২)।

সুতরাং, আল্লাহর কাছে সর্বদা নিজেদের ত্রুটির ক্ষমার জন্য প্রার্থনা করা এবং তার নিকট থেকে ক্ষমার সন্ধান করা আমাদের কর্তব্য। এর মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আমাদের প্রতি তার প্রদত্ত নিয়ামতেরও বৃদ্ধি করে নিতে পারি।

(৫) দান করা:
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) এর বর্ণিত এক হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান, দান কর! তবে আমিও তোমাদের দান করবো।’ (বুখারী ও মুসলিম)। 

বেশি বেশি দান করার মাধ্যমে আমরা যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, একইসঙ্গে আমরা আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের সম্পদকে বৃদ্ধি করে নিতে পারি।

(৬) আল্লাহর স্মরণ করা:
পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে, ‘যে আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন।’ (সূরা: তালাক, আয়াত: ২-৩)। 

সুতরাং, আল্লাহকে স্মরণ করা এবং তার ওপর সকল কাজের জন্য ভরসার মাধ্যমে আমরা নিজেদেরকে আল্লাহর অধিক নেয়ামতের জন্য উপযুক্ত করে নিতে পারি।

(৭) পবিত্র কোরআন তেলওয়াত করা:
হজরত আলী ইবনে আবু তালিব (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, ‘যে ঘরে কোরআন তেলওয়াত করা হয় এবং আল্লাহর পবিত্র ও মহান নামকে স্মরণ করা হয়, আল্লাহ তাতে কল্যাণ বৃদ্ধি করে দেন।’ (ইবনে কাসির)। 

অতএব, আমাদের নিজেদের কল্যানের বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের উচিত বেশি বেশি পবিত্র কোরআন তেলওয়াত করা।

(৮) আল্লাহর কাছে প্রার্থনা:
হজরত আনাস ইবেনে মালিক (রা.) এর জন্য আল্লাহর রাসূল (সা.) যখন প্রার্থনা করেন, তখন প্রথমেই তার সম্পদের জন্য তিনি প্রার্থনা করেন। (বুখারী)



গরীব বন্ধু

মহান আল্লাহ কিছ মানুষকে ধনী বানিয়েছেন। আবার কিছু মানুষকে গরিব বানিয়েছেন। রিজিকের এই হ্রাস-বৃদ্ধি পরীক্ষাস্বরূপ। ধনীর জন্য আল্লাহর নির্দেশ পালন ও মানুষের অধিকার আদায়ের পরীক্ষা আর গরিবের জন্য সবরের পরীক্ষা। ইরশাদ হয়েছে, ‘তুমি তোমার চক্ষুদ্বয় কখনো প্রসারিত কোরো না তার প্রতি, যা আমি তাদের বিভিন্ন শ্রেণিকে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি—এর মাধ্যমে তাদের পরীক্ষা করার জন্য। তোমার রবের রিজিক উত্কৃষ্ট ও অধিক স্থায়ী।’ (সুরা : ত্বহা, আয়াত : ১৩১)


সাধারণ জীবন যাপন 

সাধারণ জীবন যাপন ঈমানেরই অংশ। 


বৃদ্ধ মা বাবা

 'বৃদ্ধ বাবা-মাকে অবহেলা নয়' বাবা-মা সন্তানের জন্য সেরা আশীর্বাদ।  মহান প্রভুই দুনিয়ার সন্তানদেরকে শিখিয়েছেন-

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

উচ্চারণ : ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।‘ (সুরা বনি-ইসরাইল : আয়াত ২৪)
অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।


নেট থেকে সংগৃহীত- 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...