স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

Assignment অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট কি? (হাট্টিমা টিম টিম)

Assignment অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট কিঅ্যাসাইনমেন্ট ইংরেজি শব্দ। ভাবতেছেন  অ্যাসাইনমেন্ট নিয়ে পোষ্ট দেওয়ার কি আছে। আবার জিগায়। এই অ্যাসাইনমেন্ট নিয়ে গ্রাম গঞ্জে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেভাবে  আলোচনার ঝড় তুলেছে। আপনাদের এলাকায় কি হয়ছে জানি না। আমাদের এলাকায় ছেলে মেয়েরা  অ্যাসাইনমেন্ট কপি হাতে নিয়ে  ক্লাসমেট এর ঘরে ঘরে দৌড়ঝাপ।কেন এই দৌড়ঝাপ। কারণ একটাই করোনার কারণে স্কুল কলেজ বন্ধ ছিল এই খুশিতে বন্ধ ছিল গ্রামের ছেলেমেয়েদের পড়ালেখা। ছেলে মেয়েদের পড়া লেখার কথা চিন্তা করে সরকার ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে শিক্ষার প্রচার চালিয়ে গেছে। এইভাবে বছর শেষ। বাৎসরিক পরীক্ষা সামনে। ক্লাস পদ উন্নতি দেওয়ার লক্ষে ছেলে মেয়েদের হাতে তুলে দিল অ্যাসাইনমেন্ট। এই শুরু হল দৌড়ঝাপ, অ্যাসাইনমেন্ট এর কাজ কিঅ্যাসাইনমেন্ট দিয়ে কি হবে। 

হাট্টিমা টিম টিম


লেখক -রোকনুজ্জামান খান 
টাট্টুকে আজ আনতে দিলাম 
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে 
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো 
দিচ্ছে ডিমে তা 
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি 
আজব দু'পা বেড়ায় ঘুরে 
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত 
কুপি জ্বালায় দিনের শেষে 
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে 
করে ঘরের কাম 
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি 
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে 
ময়লা ফেলার ভাঁড়ে 
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে 
মাস খানিকের মাঝে 
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে 
বলল বিচার শেষ 
এই গাঁয়ে ডিম আর রবে না 
তবেই হবে বেশ।

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে 
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।
গাঁয়ের মানুষ একসাথে সব
সবাই ভয়ে হিম 
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম- 
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।


assignment এর অনুবাদঃ  
কাজ- work, job, action, assignment, labor, employmentবণ্টন- divide, assignment, division, allocation, dole, outgivingবরাত- assignment, karma, commission, charge, necessity, fortuneকর্তব্য- duty, ought, obligation, assignment, function, laborকর্তব্য- duty, ought, obligation, assignment, function, laborনির্ধারণ- setting, rating, definition, appointment, decision, assignmentকার্য- work, working, cause, assignment, pursuit, deedবিতরণ- distribution, dole, parcelling, assignment, allocation, parcelingস্থিরীকরণ- fixation, assignation, assignment, appointment, allocation, fixtureবিভাজন- division, partition, divide, fission, allocation, assignmentনিয়োগ- appointment, assignment, enrollment, engagement, acceptance, applicationআরোপণ-attribution, ascription, imputation, imposition, assignment, bestowalস্বত্বনিয়োগ- assignment ইত্যাদি। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...