ব্লগস্পটে গুগল অ্যাডসেন্স। খুশিতে পাগল কিন্তু অবিজ্ঞতার অভাবে ফলাফল শূন্য।তীরে এসে তরী ডুবলো এই হল আমার অবিজ্ঞতার ব্লগস্পটে গুগল অ্যাডসেন্স এর অবস্তা। তারপরেও আমি নাছোড়বান্দা ব্লগস্পটে গুগল অ্যাডসেন্স এর ফলাফল চাই।
গুগল অ্যাডসেন্সের কথা কম বেশী সবাই শুনেছেন এবং কি জানেন যারা জানেন না তারা গুগল মামার সাহায্য নিয়ে গুগল সার্চ করুন ''গুগল অ্যাডসেন্স'' লেখে সার্চ দিলে জানতে পারবেন। গুগল এডসেন্স এর কাজ কি? অ্যাডসেন্স টিউটোরিয়াল বা অ্যাডসেন্স কি? ইত্যাদি।
অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি? অ্যাডসেন্স AdSense গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি আমি এই অ্যাডসেন্স এর অ্যাড দেখিয়ে অর্থ উপার্জন করে থাকি। প্রচুর বাংলাদেশী ব্লগার এবং ওয়েবসাইটের মালিক গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপণ প্রদর্শণের মাধ্যমে বর্তমানে অর্থ আয় করছেন এবং করে যাচ্ছে।
অনেক দিন ধরে সখের বসে, ব্লগস্পটে লেখা শুরু করি । (সবার জন্য উন্মুক্ত একের ভীতর সব বিষয়... জানা অজানা, সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ, গল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভিবিন্ন বাংলা সাইটের লেখা যা আমার ভালো লাগে তা কপি পোষ্ট সংগ্রহ করতে থাকি।) এভাবে লেখতে লেখতে অনেক বছর চলে গেল। এর মাঝে অনেক পোষ্ট করা হল। এখন জেনে নিন ব্লগস্পট কি? ব্লগস্পট হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। যারা জানেন না তারা গুগল মামার সাহায্য নিন। গুগলে সার্চ করুন ভালো করে জানতে পারবেন।
এভাবে লেখতে লেখতে জানতে পারলাম। ব্লগস্পট বা নিজ ওয়েব পেইজ থেকে অনলাইন ইনকাম মানেই
ব্লগস্পট থেকে আয় করা যায়। খুশিতে মন দোলে। শুনে ভিবিন্ন বাংলা সাইট থেকে ধারণা নিতেছি এবং তা ব্যাবহার করে যাচ্ছি। ফলাফল ও পাইতেছি ফ্রী অ্যাড সাইট থেকে অ্যাড ব্যাবহার করে টাকাও পেলাম। বাহা ভালো লাগতেছে। এর সুবাদে গুগল অ্যাডসেন্স এর কথা জানতে পারি। এবং অ্যাডসেন্স এর জন্য আমার ব্লগস্পট সাইট অ্যাডসেন্স এর জন্য আবেদন করলাম। এর পর আর কোন দিন অ্যাডসেন্স এর খবর নিনাই। একদিন ব্লগস্পট লগইন করে সেটিং ফাংশন দেখতেছি। চুখের নজরে আসলো Earnings ফাংশন। ক্লিক করলাম আর অ্যাডসেন্স এর চমক দেখতে পেলাম। দীর্ঘদিন পর অ্যাডসেন্স আবেদন গ্রহন করেছে।
অ্যাডসেন্স কোড ব্লগস্পট সাইটে পেস্ট করলাম। কিন্তু অজ্ঞতার কারণে সাইটে অ্যাড শো হওয়ার সাথে সাথে অ্যাডসেন্স অ্যাড দেখানো বন্ধ করে দিল। চোখ থাকিতে অন্ধ হায়রে কপাল মন্দ। এখন বুঝতেছি পড়া লেখার কি যে মূল্য। পড়া লেখা চাড়া এই জীবনটা একটা অন্ধ এতীম ভবঘুরে জীবন। কেন বন্ধ করে দিল খুজতেছি। খুজতে খুজতে জানতে পারলাম কন্টেন্ট এর সমস্যা। কন্টেন্ট কি? জানিনা। গুগুল মামার সাহায্য নিলাম। কন্টেন্ট লেখে চার্চ দিলাম। (কন্টেন্ট মানেই হচ্ছে একগুচ্ছ লেখা চোখের সামনে ভেসে ওঠে পড়ার জন্য।)
কন্টেন্ট নিয়ে আলোচনাঃ