স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বাপ কে বেটা - ছোট্ট জোকস

হাসির জোকস। বাবা ছেলের মজার জোকস পড়ে দেখুন।  

মনটা আমার ভীষণ খারাপ ঘরের বাহির ঘুরতে গেলাম। রাস্তায় রাস্তায় ঘুরিরে বন্ধু দুঃখ লইয়া মনে। রাস্তায় অনেক মানুষ তা দেখে মনে, দুঃখের বুঝা কিছু কমতে লাগলো। চলতে পথে,  এর মাঝে বাবা ছেলের কথোপকথন শুনে মনের অজানতে হাঁসিতে লাগলাম।পারলে আপনিও হাসুন। চাপমুক্তি থাকার জন্য হাসির বিকল্প নেই। মন ভালো রাখার জন্য হাসি- একমাত্র দাবাই। আসুন মন খারাপ থাকলে, একটু হাসি। নতুন মজার জোকস- বাপ কে বেটা।  

বাবা আর ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। চলতে পথে  বাবা আর ছেলে মাঝে কথোপকথন হচ্ছে। কি হচ্ছে তা আপনিও জেনে নিন-  

ছেলেঃ বাবা? ( বাবা বলে দিলো ডাক) 

বাবাঃ জী (উত্তর দিল)  

ছেলেঃ জামাই বউ ( বাবাকে ডেকে বলল) 

বাবাঃ খাবে ( বাবা ছেলেকে উত্তর দিলো) 

ছেলেঃ খাবো (খুশিতে বলল) 

আমি তা শুনে হাসি ধরে রাখতে পারলাম না। হাহাহা- হাসি। আপনারও কি হাসি আসে নাই। হাসি না পেলে ধিরে ধিরে আবার পড়ে আসুন। না হেসে পারবেন না। সত্যি যদি হাসি আসে তা হলে আপনি বোকা। না বুঝে আমার মত হাসি দিলেন। আসল কথা জানেন? জানবেন কি করে।  আসল কথা হল। একটি চানাচুরের দোকান। নাম দিয়েছে- জামাই বউ চানাচুর । হাহাহা  


ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...