গুজবের সাগরে ডুবে আছি। যাচাই-বাছাই ছাড়া আমরা অন্যের ফালতু জিনিস অনুসরণ করে যাচ্ছি। আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও। কে শুনবে কার কথা। সবাই পোষ্ট করে যাচ্ছে আমি কেন করবোনা। এইভাবে ঐক্যে ফটো চ্যালেঞ্জ ফেসবুক ভাইরাল-
এর মানে লেঞ্জ পোষ্ট চলতেছে। এর কারণ কি? কথাটি অযথাই ক্যাপশন দিতাছে,অথছ কেউই জানে না এর মানে কি? মাথা নষ্ট জাতী, এর পান্দে পরে আমিও পোষ্ট করে দিলাম। এর মূল কারণ একটাই ঐক্যে_ফটো_চ্যালেঞ্জ সম্পর্কে জানতে ইচ্ছে করতেছে। কারো যদি জানা থাকে, ঐক্যে ফটো চ্যালেঞ্জ এর মানে কি? কমেন্ট করে জানালে ভালো হয়। আমার মত যাদের জানার ইচ্ছা আছে। সবাই জানতে পারবে। এই আর কি। ঐক্যে ফটো চ্যালেঞ্জ