স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

মার্কেটিং বা অনলাইন মার্কেটিং?

বর্তমানে মোবাইল ব্যবহার করে না এমন লোক নাই। কম বেশি সবাই নেট ব্যবহার করে। এর ফলে জানা অজানা অনেক কিছু জানতে পারে। ডিজিটাল (তথ্য প্রযুক্তি) যুগে এখন ঘরে বসে অনলাইনে চাকরি,  ঘরে বসে অনলাইন জব, ঘরে বসে অনলাইন ইনকাম,  ঘরে বসে অনলাইন ব্যবসা করা যাচ্ছে। এই প্রতিযোগিতায় তরুন সমাজ  এগিয়ে আছে এবং থাকবে। কিন্তু এর মাঝেও অনেক তরুন কিছু জানেনা অনলাইন মার্কেটিং এর ব্যাপারে। আসুনে জেনে নি- 

মার্কেটিং কি? উদাহরন সহ দেখুন | What is Marketing? See with examples  

আমরা অনেকেই মার্কেটিং কাজের সাথে জড়িত এবং অনেকেই মার্কেটিংকেই পেশা হিসেবে বেছে নিচ্ছি। মার্কেটিং শব্দের বাংলা আভিধানিক অর্থ হচ্ছে পন্য বাজারজাত করন।, মার্কেটিংএর জনক ফিলিপ কটলার এর সংজ্ঞা দিতে গিয়ে বলেনঃ  মুনাফার লক্ষ্যে নির্দিষ্ট বাজারের চাহিদা পূরণের জন্য বিজ্ঞান, শিল্পকলা এবং আবিষ্কারের মাধ্যমে পণ্য প্রদান করাকেই মার্কেটিং বলে।  তবে আমরা অনেকেই মার্কেটিং সমন্ধে একটা ভুল ধারণা রাখি। আর সেটা হচ্ছে মার্কেটিং মানেই হল প্রসার, অবশ্যই মার্কেটিং এ প্রচার এবং প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনি ডিজিটাল মার্কেটিং করুন কিংবা ট্রেডিশনাল, একজন দক্ষ মার্কেটার হিসাবে আপনার দ্বায়িত্ব হচ্ছে যথাযথ রিসার্চ, এনালাইসিস করে সঠিক মানুষের কাছে সঠিকভাবে পণ্যের প্রচার এবং প্রসার করা। যেমনঃ সঠিক জায়গা নির্ধারণঃ পারফিউম বিক্রি করতে হলে অবশ্ই আপনাকে ডিপার্টমেন্টাল স্টোর কিংবা শপিংমলে যেতে হবে, কাঁচা বাজারে গেলে নিশ্চই পারফিউম এর দোকান আপনি পাবেন না । সঠিক কাস্টমার নির্ধারণঃ আবার ধরুন, লিপস্টিক বিক্রি করতে হলে আপনাকে অবশ্যই ইয়াং নারী কাস্টমার খুজতে হবে, সেখানে বালিকা অথবা বৃদ্ধা কাস্টমার খুজলে আপনার কোন লাভ হবে না।

অনলাইন মার্কেটিং কি? অনলাইন মার্কেটিং কাকে বলে? 

মনে করেন আপনার কোন পন্য বা সেবা আপনি গ্রাহক ,ভোক্তা বা কাস্টোমারের কাছে নিকট পৌছাতে চান।সেজন্য আপনি যে যে পদক্ষেপ নিবেন প্রায় সব কিছুকেই মার্কেটিং বলা যায় আপনি পন্যের বিজ্ঞাপন দিতে পারেন, মাইকিং করতে পারেন, পোস্টার লাগিয়ে শহর ভরিয়ে ফেলতে পারেন। এগুলো সবি মার্কেটিং এর আওতাধীন।আর এ সকল কাজই অনলাইনের মাধ্যমে করাকে অনলাইন মার্কেটিং বলা হয়)  অনলাইন মার্কেটিং জব। 

অনলাইন মার্কেটিং কিভাবে পরিচালিত হয়, কিভাবে অনলাইন মার্কেটিং করা যায় ইত্যাদি। যারা জানে তারা আজ ঘরে বসে অনলাইন ইনকাম মানেই টাকা আয় করে যাচ্ছে। আর যারা জানে না তারা ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে  বিভিন্ন  অনলাইন মার্কেটিং সাইট এর মাধ্যমে চালু করতে পারেন। অনলাইন মার্কেটিং এর সুবিধা, অনলাইন মার্কেটিং বলতে কি বুঝায়, অনলাইন মার্কেটিং কোর্স, অনলাইন মার্কেটিং কৌশল, অনলাইন মার্কেটিং বই ইতাদি নেট থেকেও সার্চ করে জানা যেতে পারে। অযতা সময় নষ্ট না করে  অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করলে অনেক কিছু যানাযাবে।  

যা মন চায় করেন, ধৈর্য চাড়া কোন কিছু অর্জন করা যায় না। কথায় আছে, এক লাপে গাছে ওঠা যায় না। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি  (Hard work is the key to success)। ধৈর্য ধরে যে কোন কাজ বা প্রতিজ্ঞা চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। যেমন মৌমাছি তিলে তিলে মধু আহরণ করে মোছাক তৈয়ার করে। ঠিক তেমন করে  এগিয়ে গেলে সফল আসবেই ইনশাল্লাহ।  

সংগৃহীত- সূত্র

 https://www.totthomia.com/2018/12/blog-post.html

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...