স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ধর্ষনের আসামি, আমার মৃত্যুদন্ড হতে পারে

আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে, কেউ দেখে মজা করে আর কেউ না দেখে মজা করে। ঠিক তেমন কিছু মজার লোক আছে। কিছু মানুষ দুঃখ কষ্টের মাঝেও  রঙ্গিলা মানুষদের বিনোদন দিয়ে যাচ্ছে। বিনোদনের ধরণ, বিভিন্ন রকমের হয়ে থাকে। যাহা বলে বা লেখে শেষ করা যাবে না। আজ আপনাদের সাথে একটি বিনোদন শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নিচের লেখা পড়ে দেখুন  

জ্যামের মধ্যে দাড়িয়ে মোবাইলে ফেসবুক গুতাইতে ছিলাম এমন সময় এই নিউজ টা চোখের সামনে পড়ে ব্যাস প্রচন্ড হাসির চোটে আমার লুঙ্গি গিট খসে যায়। তারপর ভিড়ের মধ্যে লুঙ্গি খুজতে গিয়ে এক মহিলার ছায়ায় লুঙ্গি ভেবেে টান মেরে খুলে ফেলি। বেস এখন আমি ধর্ষনের আসামি, আমার মৃত্যুদন্ডও হতে পারেে। তোমরা সবাই জেনে রাখো আমার মৃত্যুর জন্যে এই পোস্ট দায়ী নয় - নেট থেকে সংগৃহীত। 

হাসি আমি একলা হাঁসি। এই লেখাটা পড়ে হাঁসি।  হাসি নিয়ে উক্তি (“একটা হাসি ঝামেলা থেকে বেরিয়ে আসার সবচেয়ে সেরা পদ্ধতি, যতই সেই হাসিটা কৃত্রিম হোকনা কেন” – Masashi Kishimoto) 

হাসি নিয়ে কবিতা (হাসি-রোকনুজ্জামান খান )
হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই,
এই শোন না কত হাসির
খবর বলে যাই।
খোকন হাসে ফোকলা দাঁতে,
চাঁদ হাসে তার সাথে সাথে,
কাজল বিলে শাপলা হাসে,
হাসে সবুজ ঘাস,
খলসে মাছের হাসি দেখে,
হাসেন পাতিহাঁস।
টিয়ে হাসে রাঙ্গা ঠোটে
ফিঙ্গের মুখেও হাসি ফোটে
দোয়েল কোয়েল ময়না শ্যামা
হাসতে সবাই চায়
বোয়াল মাছের (?) দেখলে হাসি
পিলে চমকে যায়
এত হাসি দেখেও যারা
গোমরা মুখে চায়
তাদের দেখে প্যাাচার মুখে
কেবল হাসি পায় !!!!

হাসি নিয়ে স্ট্যাটাস (” একটি হাসি আপনার দৃষ্টি পরিবর্তন করার জন্য একটি সহজ উপায় । ”
– চার্লস গর্ডি) 
হাসি নিয়ে রোমান্টিক উক্তি (“একে অপরের সাথে হাসিমুখে মিলিত হন কারণ প্রেমের শুরুটা হাসির মাধ্যমেই হয়” – Mother Teresa) 
হাসি নিয়ে কাব্য (“মহিলাদের অস্ত্রাগারে হাসির মতো আর কোনো বড় অস্ত্র নেই যার আগে সকল পুরুষ এতটা অসহায় হয়ে পরে” – Dorothy Dix) 
হাসি নিয়ে ক্যাপশন (“বিজ্ঞান ভাবতে শেখায় কিন্তু প্রেম হাসতে শেখায়”   Santosh Kalwar)
হাসি নিয়ে বাণী, হাসি নিয়ে গান, হাসি ইংরেজি কি (smile, laughter, laugh, ridicule, simper, cackle) , 
হাসি মানে কি ( দুই ঠোঁট প্রসারিত করে (হা বা  বাঁকা করে) এবং কখনো কখনো দাঁত বাহীর করে খুশির প্রকাশ করা হল হাদি) , হাসি শব্দের অর্থ- হাস্য, উপহাস।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...