সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। এই রহস্য জেনে নিন এর মাঝে আশ্চর্যজনক মিল।
☆☆ যখন তুমি জন্ম গ্রহন করো , তখন তোমার কানে আযান দেওয়া হয়,, কিন্তু সালাত নয়।
আবার যখন তুমি মৃত্যুবরণ করো , তখন সালাত আদায় হয় ,, আযান নয়। (আল্লাহ সর্ব শক্তিমান)
আবার যখন তুমি মৃত্যুবরণ করো , তখন সালাত আদায় হয় ,, আযান নয়। (আল্লাহ সর্ব শক্তিমান)
☆☆যখন তুমি মাতৃগর্ভ থেকে বের হও, জানোনা ,,কে তোমাকে বের করেছে । এমনি ভাবে যখন তোমার মৃত্যু হয়,, তুমি জানো না কে তোমাকে কবরে রেখেছে । (আল্লাহ তুমি দয়ার সাগর)
☆☆ যখন তুমি জন্মগ্রহণ কর, তোমাকে গোসল দেওয়া হয়,, পরিষ্কার করা হয় ।অনুরুপ ভাবে যখন তুমি মৃত্যুবরণ করো,, তখন ও তোমাকে গোসল ও পরিচ্ছন্ন করা হয় । (দুই দিনের এই দুনিয়াতে সবাই আমরা মুসাফির)
☆☆যখন তুমি জন্মগ্রহণ কর, তখন জানো না কে খুশি হয়েছে এবং কে তোমাকে স্বাগত জানিয়েছে।এমনি ভাবে যখন তুমি মৃত্যুবরণ করো,, তখন জানো না কে তোমার জন্য কেঁদেছে এবং কে তোমার বিদায়ে দুঃখ প্রকাশ করেছে । (আল্লাহর লিলা খেলা বোঝার সাধ্য কার)
☆☆যখন তুমি মাতৃগর্ভে ছিলে,, সংকীর্ণ ও অন্ধকার স্থানে ছিলে ।আবার যখন তোমাকে কবরে রাখা হবে,, সংকীর্ণ ও অন্ধকার স্থানে রাখা হবে । (আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহিম)
☆☆ যখন তুমি জন্মগ্রহণ করেছ, তখন তোমাকে একটি কাপড় দিয়ে জড়িয়ে ধরা হয়েছে । আবার যখন মৃত্যুবরণ করবে,, তোমাকে একটি কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রাখা হবে । (কিসের এত অহংকার)
☆☆ জন্মলাভ করে বড়ো হলে লোকেরা তোমার,, যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করবে ।তেমনি ভাবে যখন তোমাকে কবরে রাখা হবে ,, ফেরেশতারা তোমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন । ( সময় থাকতে নাও ভাবিয়া এই জীবনটা কার লাগিয়া)
অতএব কি প্রস্তুতি নিয়েছো মৃত্যুর জন্য ??
সংগৃহীতঃ facebook / Mohammed Korim শান্তির ধর্ম ইসলাম