আন্তর্জাতিক নারী দিবসে, শ্রদ্ধা জানাই সেই সকল নারীদের যারা আমাদের আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন! শুধু একটি নির্দিষ্ট দিনের জন্যে নয়, এই শ্রদ্ধা, এই সম্মান যেন বজায় থাকে বছরের প্রতিটি দিন জুড়ে।বিশ্বের সকল নারীদের প্রতি নারী দিবসের শুভেচ্ছা ও সশ্রদ্ধ সালাম।
নারী
কখনো সে মমতাময়ী মা,
কখনো সে পাগলী বোন,
কখনো বা যত্নশীল সহধর্মিণী!
নারীদের ব্যাপারে চমৎকার কিছু উক্তিঃ
#নারী ভালোবাসার মানুষের সামনে যখন নীরবতা অবলম্বন করে, তার কথাগুলো অশ্রু হয়ে প্রকাশ পায়।
#নারী প্রথমে তোমার কাছে আসতে ভয় পায়, কিন্তু পরবর্তীতে তুমি দূরে গেলে তোমার অপেক্ষায় অশ্রু ঝরায়।
#নারী তোমার নিকট অসম্ভব কিছু আবদার করে না। তার একান্ত কামনা> নিজের কন্যা বা বোনের জন্য যেমন পুরুষ তুমি কামনা কর, তুমি তার জন্য তেমন পুরুষ হও।
#নারীর চক্রান্ত যেমন কঠিন, ভালোবাসাও কিন্তু কঠিন। পুরুষকেই ঠিক করতে হবে, সে কোনটি কামনা করে। তার বিরুদ্ধে তুমি চক্রান্ত করলে, সেও তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। তুমি তাকে ভালোবাসলে, সেও থাকবে তোমার জন্য পাগলপারা।
#নারী যে বয়সেরই হোক, সে পছন্দ করে তার সাথে শিশু সুলভ আচরণ করা হোক।
#নারী পাগলামী সেই পুরুষই সহ্য করতে পারে, যে তাকে সত্যিকারভাবে ভালোবাসে।
#নারী যাকে ভালোবাসে, তার অনুপস্থিতি এক মূহূর্তের জন্যও সইতে পারে না।
#একজন নারী পিতা না থাকলেও শিশুকে লালন-পালন করতে পারে, কিন্তু মা না থাকলে পিতা শিশুকে লালন-পালন করতে পারে না।
#হে_পুরুষ!.......
যখন তোমার মধ্যে রূহ দেয়া হয়েছে, তখন তুমি ছিলে নারীর গর্ভে। যখন নিরূপায় হয়ে ক্রন্দন করতে, তুমি থাকতে নারীর কোলে। যখন কেউ তোমাকে ভালোবাসে, তুমি থাকো নারীর হৃদয়ে।
সংগৃহীত- লিঙ্ক সুত্রঃ facebook