আজ আপনাদের সাথে একটি মজার গল্প শেয়ার করবো তাহা পড়ে অনেক অনেক হাসবেন আর হাসবেন। না পড়লে চরম মিস করবেন। গল্প শুরু করার আগে বলে রাখা ভালো যে, পড়া শেষ হলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক- এমন একটি গল্প বলতেছি তাহা হল
আস্তে আস্তে প্রথমে খুলবে, খোলা শেষ হলে আস্তে আস্তে টিপবে, টিপতে টিপতে লাগাবে, তারপর ভীতরে আস্তে করে ভীতরে ঢোকাবে, ঢোকানো হলে ঘষা ঘষি শুরু করবে, এরপর সাদা কিছু সৃষ্টি হবে, তারপর সাদা সাদা ঐ গুলো ফেলে দেবে এইভাবে সবার শেষে পানি দিয়ে ধুয়ে নেবে। বেশ হয়ে গেলো। বুঝতে পেরেছেন কি বলেছি। না বুঝলে, সাবধান করে বলতেছি আপনাদের এইটি কোন চটি গল্প নয়। খারাপ কিছু মনে করবেন না।বিশ্বাস করেন বা নাইবা করেন। সত্যি করে বলতেছি এই হল একটি ধাঁধা। চিন্তা করার ধরকার নাই। এই ধাঁধার উত্তর- দাঁত মাজা।
গল্পটি আবার পড়ুন-- বুঝতে কষ্ট হবে না আশা করি।
আস্তে আস্তে প্রথমে খুলবে, খোলা শেষ হলে আস্তে আস্তে টিপবে, টিপতে টিপতে লাগাবে, তারপর ভীতরে আস্তে করে ভীতরে ঢোকাবে, ঢোকানো হলে ঘষা ঘষি শুরু করবে, এরপর সাদা কিছু সৃষ্টি হবে, তারপর সাদা সাদা ঐ গুলো ফেলে দেবে এইভাবে সবার শেষে পানি দিয়ে ধুয়ে নেবে। বেশ হয়ে গেলো।