স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ছোট গল্প- দাঁত মাজা

আজ আপনাদের সাথে একটি মজার গল্প শেয়ার করবো তাহা পড়ে অনেক অনেক হাসবেন আর হাসবেন। না পড়লে চরম মিস করবেন। গল্প শুরু করার আগে বলে রাখা ভালো যে, পড়া শেষ হলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক- এমন একটি গল্প বলতেছি তাহা হল 

আস্তে আস্তে প্রথমে খুলবে, খোলা শেষ হলে আস্তে আস্তে টিপবে, টিপতে টিপতে   লাগাবে, তারপর ভীতরে আস্তে করে ভীতরে ঢোকাবে, ঢোকানো হলে ঘষা ঘষি শুরু করবে, এরপর সাদা কিছু সৃষ্টি হবে, তারপর সাদা সাদা ঐ গুলো ফেলে দেবে এইভাবে সবার শেষে পানি দিয়ে ধুয়ে নেবে। বেশ হয়ে গেলো। বুঝতে পেরেছেন কি বলেছি। না বুঝলে, সাবধান করে বলতেছি আপনাদের এইটি কোন চটি গল্প নয়। খারাপ কিছু মনে করবেন না।বিশ্বাস করেন বা নাইবা করেন। সত্যি করে বলতেছি  এই হল একটি ধাঁধা। চিন্তা করার ধরকার নাই। এই ধাঁধার উত্তর- দাঁত মাজা। 



গল্পটি আবার পড়ুন-- বুঝতে কষ্ট হবে না আশা করি। 
আস্তে আস্তে প্রথমে খুলবে, খোলা শেষ হলে আস্তে আস্তে টিপবে, টিপতে টিপতে   লাগাবে, তারপর ভীতরে আস্তে করে ভীতরে ঢোকাবে, ঢোকানো হলে ঘষা ঘষি শুরু করবে, এরপর সাদা কিছু সৃষ্টি হবে, তারপর সাদা সাদা ঐ গুলো ফেলে দেবে এইভাবে সবার শেষে পানি দিয়ে ধুয়ে নেবে। বেশ হয়ে গেলো।


ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...