সিজোফ্রেনিয়া একটি দীর্ঘমেয়াদি মানসিক রোগ। সাধারণত ১৬ থেকে ২৫ বছর বয়সের মধ্যে সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো প্রকাশ পায়। এতে আক্রান্ত ব্যক্তির মধ্যে চিন্তা ও আচরণের অস্বাভাবিকতা দেখা যায়। কারও এ ধরনের রোগ হচ্ছে কি না, তা বুঝতে কিছু লক্ষণ খেয়াল করতে হবে:
* তারা বিশ্বাস করে, তাদের চিন্তা সবাই জেনে যাচ্ছে, কিংবা মনের মধ্যে অন্য কারও চিন্তা অনুপ্রবেশ করছে।
* হ্যালুসিনেশন: অনুপস্থিত ব্যক্তির কথা শোনা, সামনে কিছু নেই অথচ কিছু দেখা এবং গায়ে কিছুর স্পর্শ অনুভব করা। সে বিশ্বাস করে, এক বা একাধিক ব্যক্তি তাকে নিয়ে, তার সম্পর্কে বিভিন্ন কথা বলে।
* অহেতুক সন্দেহ ও ভ্রান্ত বিশ্বাস (ডিল্যুশন): ভুল বিশ্বাসের কারণে অন্যদের সন্দেহ করা, যেন সবাই তার ক্ষতি করবে।
* কখনো কখনো বিশ্বাস করে—তার চিন্তা, আচরণ—কোনো কিছুই তার নিজের নয়। বাইরের কোনো শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে।
* অন্যের সঙ্গে কথা বলতে চায় না, নিজের ভেতর গুটিয়ে থাকে। কথায় ও আচরণে অস্বাভাবিকতা, অসংলগ্নতা; কোনো কারণ ছাড়াই উত্তেজিত হয়ে ওঠা।
* অনেক সময় একা একা কথা বলা কিংবা একা একা কোনো কারণ ছাড়াই হাসি-কান্না, ঘুমের সমস্যা।
* কোনো মানসিক সমস্যা আছে, এটা রোগী সাধারণত স্বীকারই করতে চায় না।
এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি। চিকিৎসায় অ্যান্টিসাইকোটিক-জাতীয় ওষুধ পর্যাপ্ত মেয়াদ ও পরিমিত মাত্রায় প্রয়োগ করা হয়। দীর্ঘদিন ওষুধ সেবনের পাশাপাশি পারিবারিক সহযোগিতা, সামাজিক সমর্থন ও পুনর্বাসনের প্রয়োজন হয়। ওষুধ মাঝপথে ছেড়ে দেওয়া কিংবা অনিয়মিতভাবে ব্যবহার করা চলবে না। নিয়মিত পর্যবেক্ষণেরও প্রয়োজন আছে। সিজোফ্রেনিয়ার রোগীরা নিজের ভালোমন্দ বুঝতে অক্ষম বলে চিকিৎসায় পরিবার ও স্বজনদের ভূমিকা অনেক। ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
সংগৃহীত।
লিংক সুত্র- (প্রথম আলো) ভুল বিশ্বাসে অন্যকে সন্দেহ?