তাই তোমাকে নিয়ে আমি ভাবী।
এখন,
তোমাকে আমার খুব ভালো লাগে,
তাই মনের গহীনে নীরবে ভালোবাসি।
তোমাকে ভালোবাসতে ভালো লাগে,
কিন্তু বলতে চাইনা না হারানোর ভয়ে।
কেন যে,
তোমাকে বলতে আমার ভয় লাগে,
তাই বলতেও সাহস পাইনা।
এইটাই আমার বের্থতা,
বের্থতা না অপারকতা জানি না ।
জানি শুধু,
বলতে গিয়েও বলতে পারলামনা,
আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে ভালোবাসি।
অসমাপ্ত----------------
(এন. সি.)