যে ,
মরণকে পর্যন্ত ভুলে গেলাম!
অবাক হওয়ার কিচু নাই-
এইটাই বাস্তব দুনিয়ার খেলা।
তা না হলে দেখ,
ইমাম সাহেব মসজিদ আযান দিল।
আমরা শুনেও শুনিনাই!!
কি মুসলমান হলাম?
যে,
মুসলমানদের আসল ঘর মসজিদে
ইমাম সাহেব, খতিব ছাড়া নামজ পড়ার মুসলি নাই!!
মুসলি শূন্য মসজিদ।
এইটাই বাস্তব (বর্তমান ডিজিটাল যুগ)
এইটা পড়ে কি বুঝতে পারলে?
এইটাই সত্য, এইটাই বাস্তব।
এন.সি
২৫/০২/২০১৬