তুমি কত সহজে, আমাকে ছেড়ে......।
সুখের নেশাই, চলে গেছ অনন্যার ঘরে !!
অতীতের যত সৃতি, গত হল দুই জনের।
পারবেনা ভুলে যেতে, মনে পড়বে বারং বার।।
কীসের নেশাই, পাগল হলে হাই......।
সু-সাহসে, বলিতে পারলেনা একটিবার !!
ভেবনা শত ক্ষতি হয়েছে, আমার-??
তার থেকে বেশী ক্ষতি, হিসাব করে দেখ তোমার।।
(অসমাপ্ত)
১৯.০১.২০১৬/ এন. সি।