একজনের প্রথম রাতের অভিজ্ঞতা শুনুন।
তিনি বলছেন:
তিনি রুমে ছিলেন একা।
আমি ঢুকলাম।
তিনি বললেন,
চিৎ হয়ে শুয়ে পড়–ন।
আমি কম্পিত বক্ষে চিৎ হয়ে শুয়ে পড়লাম।
তিনি রাবার পরে নিলেন।
তিনি বললেন,
যতটা পারেন ফাঁক করেন।
তিনি ভেতরে জিনিসটা ঢুকিয়ে দিলেন।
আমি ব্যথা পেলাম।
রক্ত বেরুল।
তিনি বললেন,
সহ্য করুন, এরপর আরাম পাবেন।
কাজ সেরে তিনি বললেন,
পানি দিয়ে ধুয়ে নিন।
তারপর তিনি আমাকে
আমার দাঁতটা দেখালেন।
এই দাঁতটা তুললাম।
এই ছিল আমার প্রথমবার
একজন ডেন্টিস্টের কাছে যাবার অভিজ্ঞতা।
তিনি বলছেন:
তিনি রুমে ছিলেন একা।
আমি ঢুকলাম।
তিনি বললেন,
চিৎ হয়ে শুয়ে পড়–ন।
আমি কম্পিত বক্ষে চিৎ হয়ে শুয়ে পড়লাম।
তিনি রাবার পরে নিলেন।
তিনি বললেন,
যতটা পারেন ফাঁক করেন।
তিনি ভেতরে জিনিসটা ঢুকিয়ে দিলেন।
আমি ব্যথা পেলাম।
রক্ত বেরুল।
তিনি বললেন,
সহ্য করুন, এরপর আরাম পাবেন।
কাজ সেরে তিনি বললেন,
পানি দিয়ে ধুয়ে নিন।
তারপর তিনি আমাকে
আমার দাঁতটা দেখালেন।
এই দাঁতটা তুললাম।
এই ছিল আমার প্রথমবার
একজন ডেন্টিস্টের কাছে যাবার অভিজ্ঞতা।