তোমাকে নিয়ে লেখব বলেই...
সকালের সব কাজ বিসর্জন দিয়ে
পড়ার টেবিলে বসলাম অনেক দিন পর।
খাতা কলম হাতে নিয়ে,
গভির মগ্ন তোমাকে নিয়ে।
এখন মাথার মধ্যে ঘুরপাক করে যাচ্ছে,
কি লেখব তোমাকে নিয়ে।
সকালের সব কাজ বিসর্জন দিয়ে
পড়ার টেবিলে বসলাম অনেক দিন পর।
খাতা কলম হাতে নিয়ে,
গভির মগ্ন তোমাকে নিয়ে।
এখন মাথার মধ্যে ঘুরপাক করে যাচ্ছে,
কি লেখব তোমাকে নিয়ে।
ভাবতে ভাবতে শরির ঝিমিয়ে পড়েছে
পড়ার টেবিলে রাখা জগ থেকে পানি খেয়ে
শরিরকে তরতাজা করে আবার -
গভির মগ্নে হারিয়ে গেলাম,
তোমাকে নিয়ে লেখব বলেই...
পড়ার টেবিলে রাখা জগ থেকে পানি খেয়ে
শরিরকে তরতাজা করে আবার -
গভির মগ্নে হারিয়ে গেলাম,
তোমাকে নিয়ে লেখব বলেই...
মনে অনেক ভাবনা, নাড়া দিয়ে যাচ্ছে
কি ভাবে শুরু করব, তাল হারিয়ে যাচ্ছে
কেন যে, আমার মনটা বিষণ্ণতায় ভুগতেছে
তুবু যে লেখতে হবে তোমাকে নিয়ে.........
কি ভাবে শুরু করব, তাল হারিয়ে যাচ্ছে
কেন যে, আমার মনটা বিষণ্ণতায় ভুগতেছে
তুবু যে লেখতে হবে তোমাকে নিয়ে.........