স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

তোমাকে নিয়ে লেখব বলে

তোমাকে নিয়ে লেখব বলেই...
সকালের সব কাজ বিসর্জন দিয়ে
পড়ার টেবিলে বসলাম অনেক দিন পর।

খাতা কলম হাতে নিয়ে,
গভির মগ্ন তোমাকে নিয়ে।

এখন মাথার মধ্যে ঘুরপাক করে যাচ্ছে, 
কি লেখব তোমাকে নিয়ে।
ভাবতে ভাবতে শরির ঝিমিয়ে পড়েছে 
পড়ার টেবিলে রাখা জগ থেকে পানি খেয়ে 
শরিরকে তরতাজা করে আবার -
গভির মগ্নে হারিয়ে গেলাম,
তোমাকে নিয়ে লেখব বলেই... 

মনে অনেক ভাবনা, নাড়া দিয়ে যাচ্ছে
কি ভাবে শুরু করব, তাল হারিয়ে যাচ্ছে
কেন যে, আমার মনটা বিষণ্ণতায় ভুগতেছে
তুবু যে লেখতে হবে তোমাকে নিয়ে......... 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...