baliadi, mirsorai, chittagong |
বালিয়াদি গ্রাম এর পরিচিতিঃ
গ্রাম - বালিয়াদি, পোস্ট অফিসঃ বালিয়াদি-৪৩১১, ওয়ার্ড- ৯, ইউনিয়ন- ১৪ নং হাইতকান্দি, থানা- মিরসরাই, জেলা- চট্টগ্রাম, বাংলাদেশ ।
সংক্ষেপেঃ বালিয়াদি, মিরসরাই, চট্টগ্রাম অথবা বালিয়াদি, ৯ নং ওয়ার্ড, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদ, মিরসরাই, চট্টগ্রাম
Village- Baliadi, Post Office: Baliadi-4311, Woard-9 nong , Union- 14 nong haitkandi union porishad, P.S- Mirsorai, Deistic- Chattagram. Bangladesh.
baliadi, mirsorai, chittagong or baliadi, 9 nong word, 14 nong haitkandi union porishad. mirsorai, chittagong
বিস্তারিঃ
বাংলাদেশ চট্রগ্রাম জেলায়, মিরসরাই থানার অন্তর্গত ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদ এর অধীনে ৯ নং ওয়ার্ড এর মাঝে অবস্থিত বালিয়াদি গ্রাম। বালিয়াদি গ্রামের আয়তন অন্যান্য গ্রাম থেকে বড়। তাই বালিয়াদি গ্রামকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পচশিম হিসাবে ভাগ করা হয়েছে।
বালিয়াদি, ৯ নং ওয়ার্ড এ ৩টি প্রাথমিক বিদ্যালয়ঃ
- উত্তর বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহালংকা শহীদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
বালিয়াদি, ৯ নং ওয়ার্ড এ ১টি উচ্চ বিদ্যালয়ঃ
মহালংকা উচ্চ বিদ্দালয়
বালিয়াদি গ্রামে হাট বাজারঃ
বালিয়াদি নতুন হাট বাজার
এবং
দোকান অসংখা...
বালিয়াদি গ্রাম এ মসজিদঃ
নতুন হাট -মসজিদ
পচশিম বালিয়াদি হাজি কিসমত আলী জামে মসজিদ
মির্জা শাহ্ জামে মসজিদ
পূর্ব বালিয়াদি মাদরাসা মসজিদ
পূর্ব বালিয়াদি দক্ষিণে পাশে মসজিদ
বালিয়াদি গ্রামে নানা জাতের মানুষের বসবাস। বালিয়াদি গ্রাম বিখ্যাত হওয়ার কারণ হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করে। বালিয়াদি গ্রামে ঐতিহ্যবাহী একটি ''নতুন হাট'' বাজার আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় স্থাপত্যে মসজিদ, মন্দির আছে। গ্রামের মানুষের প্রধান আয়ের উৎস কৃষি কিন্তু হিন্দু সম্প্রদায় এর প্রধান আয়ের উৎস মাছ ধরা।
বালিয়াদি গ্রামের শীতের সকাল
শীতের
সকাল, ঠাণ্ডা লিলা লিলা বাতাস আর ঝিরি ঝিরি কুয়াশা, ধুয়াশে আলো । এইদিকে ওঠানের মাটিতে পড়া, গাছের পাতার উপর শিশির বিন্দু। ঘরের চাল ভিজে বয়ে নিচে পড়ে কুয়াশার পানি। দূর প্রানে তাকালে কিছু দেখা
যাই না। পূর্ব আকাশে রক্তিম ঊষা উদয়ের দৃশ্য।
আহা- ঘুম থেকে ওঠে, রুদের
আলোতে বসে গা গরমের বেস্ত ছোট-বড় সবাই। কি যে কাণ্ড, একটু খানি কেও রুদের আলো বাদা দিয়ে চায়া পেলে, তাহলে হিংস্র বাঘের মত গর্জে ওঠে। তুই আমারে আঁধার (চায়া) দিতেছত কেন! দুষ্টামির করার যায়গা নাই? কি করার আর সবাই রুদের আলো চায়। কিছু বলার নাই, দাঁত কেলিয়ে(হেঁসে) বা মুখ বেংচিয়ে সরে দাড়ায়।
গ্রামে শীতের সকাল প্রায় ঘরে বউয়েরা শীতকালীন ভাঁপা পিঠা, মুড়ি, চিড়া, খই ও চিতই পিঠাসহ
হরেক রকম পিঠাপুলি নাস্তা তৈয়ার করে। এই দিকে ক্রমশে রুদের তাপ বেড়ে চলে, সকালের নাস্তা করার জন্য
ঘর থেকে ডাক শুনা যায়। কেউ নাস্তা করে রুদে আসে আর কেউ নাস্তা করতে ঘরে যায়।
বালিয়াদি গ্রামে শীতের সকালে পাওয়া যায়, খেজুর গাছের কাঁচা রস। গাছীরা খেজুর গাছে রস নিয়ে আসে। অনেকে কাঁচা রসের গন্ধ পেয়ে মাতাল হয়ে যায় মিষ্টি রসের স্বাদ নেয়ার জন্য। খেজুর রসের ফিরনি যে খাই সেই বুঝে, শীতের সকালে
কাঁচা রসের স্বাদ।
বালিয়াদি গ্রামে শীতের সকালে আরও পাওয়া যায়, তিলের লাড়ু, মুড়ির লাড়ু, মোলা। এসব বিক্রয় করার জন্য হিন্দু সম্প্রদায়ের লোক সেরা।
বালিয়াদি গ্রামে শীতের সকালে রাখালেরা নাস্তা শেষ করে মাঠে গরু নিয়ে যায়, কৃষক যায় ক্ষেতে, জেলেরা যায় মাছ ধরতে। বালিয়াদি নিউজ. কম- facebook
baliadi, 9 nong woard, 14 nong haitkandi union porishod, mirsorai, chotagram
বালিয়াদী, ৯ নং ওয়ার্ড, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদ, মিরসরাই, চট্টগ্রাম
baliadi, mirsorai, chotagram/ baliadi, mirsorai, chittagong
বালিয়াদি, মিরসরাই, চট্টগ্রাম / বালিয়াদি, মিরসরাই, চট্টগ্রাম।