স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ছেলে মেয়েদের সুন্দর নাম রাখুন নবজাতকের জন্য নামের তালিকা

"আল্লাহ্‌ সর্ব শক্তিমান"
 পরম করুনাময় আল্লাহর নামে শুরু করলাম।
ছেলে মেয়েদের নামের তালিকা/ নিচে হিন্দু মুস্লিম ছেলে মেয়েদের নামের তালিকা করে দেওয়া আছে।
  
আপনি কি নবজাতক ছেলে মেয়েদের নাম খুজ করতেছেন? ছেলে মেয়েদের সুন্দর অর্থসহ নাম রাখা, পিতা মাতা হিসাবে আপনার কর্তব্য। আর এই কর্তব্য পালন করতে গিয়ে নাম রাখার জন্য ছেলে মেয়েদের নাম খুজ করতছেন?? চিন্তার কোন কারণ নাই, আপনার পছন্দের নামটি খুজে নিন। এখানে পাবেন ছেলে মেয়েদের সুন্দর বাংলা নাম ও অর্থ বা নামের অর্থসহ নবজাতকের নামের তালিকা। শুরুতে মুসলিম ছেলে মেয়েদের ইসলামিক নামের তালিকা অর্থসহ এবং তারপর হিন্দু ছেলে মেয়েদের নামের তালিকা অর্থসহ দেওয়া আছে। আপনাদের নিজ পছন্দ মতে সুন্দর নাম সমূহ থেকে খুজে নিন। 


নব জাতকের সুন্দর নাম/ ইসলামিক নামের তালিকা ছেলেদেরঃ 
আ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা 
আব্দুল আযীয (عبد العزيز- পরাক্রমশালীর বান্দা)
আব্দুল মালিক (عبد المالك)
আব্দুল কারীম (عبد الكريم-সম্মানিতের বান্দা)
আব্দুর রহীম (عبد الرحيم-করুণাময়ের বান্দা)
আব্দুল আহাদ (عبد الأحد- এক সত্তার বান্দা)
আব্দুস সামাদ (عبد الصمد- পূর্ণাঙ্গ কর্তৃত্বের অধিকারীর বান্দা)
আব্দুল ওয়াহেদ (عبد الواحد-একক সত্তার বান্দা)
আব্দুল কাইয়্যুম (عبد القيوم-অবিনশ্বরের বান্দা)
আব্দুস সামী (عبد السميع-সর্বশ্রোতার বান্দা)
আব্দুল হাইয়্য (عبد الحي-চিরঞ্জীবের বান্দা)
আব্দুল খালেক (عبد الخالق-সৃষ্টিকর্তার বান্দা)
আব্দুল বারী (عبد الباري-স্রষ্টার বান্দা)
আব্দুল মাজীদ (عبد المجيد-মহিমান্বিত সত্তার বান্দা)
আফীফ (عفيف-পুতপবিত্র)
আব্দুল মাওলা (عبد المولى- মাওলার বান্দা)
আব্দুল মুজিব (عبد المجيب- উত্তরদাতার বান্দা)
আব্দুল মুমিন (عبد المؤمن- নিরাপত্তাদাতার বান্দা)
আব্দুল ইলাহ (عبد الإله- উপাস্যের বান্দা)
আব্দুল্লাহ (عبد الله)
ইমাদ (عماد- সুদৃঢ়স্তম্ভ)
ইয়াদ (إياد)
ইয়াস (إياس)
উ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা
উসামা (أسامة-সিংহ)
উরওয়া (عروة)
উবাইদা (عبيدة)
উমর (عمر)
হামদান (প্রশংসাকারী)
লাবীব (لبيب-বুদ্ধিমান)
রাযীন (رزين-গাম্ভীর্যশীল)
রাইয়্যান (ريَّان-জান্নাতের দরজা বিশেষ)
মামদুহ (ممدوح-প্রশংসিত)
নাবহান (نبهان- খ্যাতিমান)
নাবীল (نبيل-শ্রেষ্ঠ)
নাদীম (نديم-অন্তরঙ্গ বন্ধু)
মাকহুল (مكحول-সুরমাচোখ)
মুনযির (منذر)
মুসআব (مصعب)
মাইমূন (ميمون- সৌভাগ্যবান)
তামীম (تميم),
হুসাম (حُسَام-ধারালো তরবারি)
হাম্মাদ (حماد-অধিক প্রশংসাকারী)
হামদান (حمدان-প্রশংসাকারী)
সাফওয়ান (صفوان-স্বচ্ছ শিলা)
গানেম (غانم-গাজী, বিজয়ী)
খাত্তাব (خطاب-সুবক্তা)
সাবেত (ثابت-অবিচল)
জারীর (جرير)
খালাফ (خلف)
খালেদ (خالد)
জুনাদা (جنادة)
জাফর (جعفر)
যুবাইর (زبير)
শাকের (شاكر-কৃতজ্ঞ)
কুদামা (قدامة)
সুহাইব (صهيب) ইত্যাদি।
হামযা (حمزة)

পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে রাসুলুল্লাহ (সা.)-এর ২৪টি গুণবাচক নাম আছে। নামগুলো হলো:
১. শাহিদ তথা সাক্ষ্যদাতা (সুরা আহজাব, আয়াত : ৪৫)
২. মুবাশশির তথা সুসংবাদদাতা (সুরা আহজাব, আয়াত : ৪৫)
৩. নাজির তথা সতর্ককারী (সুরা আহজাব, আয়াত : ৪৫)
৪. দায়ি ইলাল্লাহ তথা আল্লাহর দিকে আহবানকারী (সুরা আহজাব, আয়াত : ৪৬)
৫. সিরাজুম মুনিরা তথা প্রজ্জ্বল বাতি (সুরা আহজাব, আয়াত : ৪৬)
৬. মুজাক্কির তথা যিনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন (সুরা গাশিয়া, আয়াত : ২১)
৭. রাসুল তথা প্রেরিত পুরুষ, যিনি শরিয়ত লাভ করেছেন (সুরা আহজাব, আয়াত : ৪৬)
৮. রাউফুর রহিম তথা কোমল হৃদয়ের অধিকারী ও দয়াশীল (সুরা তাওবা, আয়াত : ১২৮)
৯. রাহমাতুল-লিল-আলামিন তথা যিনি জগদ্বাসীর জন্য আল্লাহর অনুগ্রহস্বরূপ (সুরা আম্বিয়া, আয়াত : ১০৭)
১০. মুজ্জাম্মিল তথা চাদরাবৃত (সুরা মুজ্জাম্মিল, আয়াত : ১)
১১. মুদ্দাসসির তথা বস্ত্রাবৃত (সুরা মুদ্দাসসির, আয়াত : ১)
১২. নবী তথা প্রেরিত পুরুষ (সুরা আনফাল, আয়াত : ৬৪)
১৩. রাসুলুল্লাহ তথা আল্লাহর প্রেরিত পুরুষ, ১৪. খাতামুন-নাবিয়্যিন তথা শেষ নবী (সুরা আহজাব, আয়াত : ৪০)
১৫. হাদি তথা পথপ্রদর্শক (সুরা আশ-শুরা, আয়াত : ৫২)
১৬. মাসুম তথা যিনি পাপ-পঙ্কিলতামুক্ত (সুরা মায়িদা, আয়াত : ৬৭)
১৭. আন-নাবিয়্যুল উম্মি তথা নিরক্ষর নবী (সুরা আরাফ, আয়াত : ১৫৮)
১৯. সাহিবু খুলুকুল আজিম তথা উত্তম চরিত্রের অধিকারী (সুরা কালাম, আয়াত : ৪)
২০. নুর তথা জ্যোতি (সুরা মায়িদা, আয়াত : ১৫)
২১. কায়িমুন আলাল-হাক তথা সত্যের ওপর প্রতিষ্ঠিত (সুরা নামল, আয়াত : ৭৯)
২২. কারিম তথা সম্মানিত (সুরা দুখান, আয়াত : ৪৯)
২৩. মুবিন তথা সুস্পষ্টভাবে বর্ণনাকারী (সুরা হাজর, আয়াত : ৮৯)
২৪. শাহীদ তথা তা সাক্ষ্যদাতা (সুরা হজ, আয়াত : ৭৮)

এ ছাড়া নবীজি (সা.)-এর আরো কিছু নাম আছে।

আরো কিছু নাম : উল্লিখিত নামগুলো ছাড়াও হাদিস ও সিরাত গ্রন্থে নবীজি (সা.)-এর যেসব নাম পাওয়া যায় তার কয়েকটি হলো—১. মুকাফফা (শেষ নবী), ২. সাইয়িদু উলদি আদম (আদম সন্তানদের নেতা), ৩. হাবিবুল্লাহ (আল্লাহর প্রিয়), ৪. মুখতার (নির্বাচিত), ৫. মোস্তফা (নির্বাচিত) ৬. মুজতাবা (বাছাইকৃত), ৭. সাদিক (সত্যবাদী), ৮. মাসদুক (যাকে সত্যায়ন করা হয়েছে), ৯. আমিন (বিশ্বস্ত), ১০. সাহিবুল মিরাজ (যিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেছেন), ১১. সাইয়িদুল মুরসালিন (নবী-রাসুলদের নেতা), ১২. সাহিবু কাউসারে (হাউসে কাউসের অধিকারী) ইত্যাদি। (বিস্তারিত দেখুন : আসমাউন-নাবি, পৃষ্ঠা ৫৩-৭৫)


মুসলিম ছেলেদের নামের তালিকাঃ 

কম্পিউটারে অটো প্লে বন্ধ করুন

আমরা জানি ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারে যেকোনো পেনড্রাইভ বা সিডি প্রবেশ করালে অটো চালু হয়ে যায়পেনড্রাইভ বা সিডিতে ভাইরাস থাকলে অটো প্লের কারণে কম্পিউটারে ভাইরাসের আক্রমণ বেড়ে যেতে পারেতাই অটো প্লে বন্ধ থাকা ভালো

অটো প্লে বন্ধ করতে Start- থেকে Run-এ যান। 

সেখানে gpedit.msc লিখে OK করুন। 
এবার Group Policy খুলবেসেখানে Computer Configuration --> Administrative templates --> Systemà turn off auto play --> Enable নির্বাচন করে turn off auto play on-All drive নির্বাচন করে Apply করে OK করে বেরিয়ে আসুন এখন বন্ধ হয়ে যাবে আপনার কম্পিউটারের অটো প্লে। 

Notepad-এর চমক- কম্পিউটার থেকে অপ্রয়েজনীয় ফাইল Delete করুন!!

আমরা প্রতিদিন কম্পিউটারে নিত্য প্রয়োজনে কাজ করি। একারণে কম্পিউটারে  বিভিন্ন ধরনের অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল তৈরী হয়এই ফাইলগুলো কম্পিউটারের কোন কাজে আসে না বরং কম্পিউটারকে ধীরগতি করে দেয়।  ফাইলগুলো নিম্নরূপ- 

1. %Temp%
2. Recent
3. History
4. Temporary
5. Microsoft Office Recent
6. Temporary Internet Files
7. system32\1054
8. prefect
9. Cookies
10. Offline Web Pages
11. system32\wbem\Logs etc.

 আপনি চাইলে একটি ব্যাচ ফাইল তৈরী করে উপরোক্ত ফাইলগুলো অতিসহজে মুছে ফেলতে পারেন

যে ভাবে কাজ শুরু করবেন-

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...