আমাদের অনেক সময় কম্পিউটারের দরকারী কোনো কাজের ছবি বা ফাইল স্ক্রিনশট নিতে হয়। আবার ভিডিও করে রেখে
দেওয়ার প্রয়োজন হয়। এ সব কাজের ধারনা না থাকার কারনে পারা যায় না। কিন্তু এই না পারার দিন শেষ। এখন থেকে আপনিও পারবেন খুব সহজে। এই জন্য আপনাকে lightshot সফটওয়্যার ব্যাবহার করতে হবে। lightshot নামের ছোট সফটওয়্যার এই দিয়ে
সহজে কম্পিউটারের যেকোনো কাজের ছবি বা ফাইল তিনটি ফর্মেটে সেভ করতে পারবেন PNG, JPEG,BMP। এই
lightshot সফটওয়্যার এই খান থেকে বিনামূল্যে download করে কম্পিউটারে ইনস্টল করে নিন।
কম্পিউটারে ইনস্টল করা শেষ হলে lightshot খুলে Capture
তালিকা থেকে Area নির্বাচন করলে যে কোন নির্দিষ্ট অংশের ছবি নেওয়া যাবে। Full
Screen নির্বাচন করলে পুরো পর্দায় ছবি নেওয়া যাবে। স্ক্রিনশট নিন, ফটো এডিট করুন, টেক্সট যোগ করুন, ফটো আঁকুন, সবাইকে ফটো পাঠান, লাইটশট দিয়ে সহজেই স্টোর করুন। খুব সহজ--