ছেলেরা ধোয়া তুলসি পাতা। গল্প গুজব আড্ডাখানায়, মেয়েদের অপবাদ দিয়ে আনন্দ উপভোগ করতে ভালবাসে। হুম, সব ছেলেরা নয় কিন্তু হাতে গনা কিছু চামচিকা মাত্র। বাহ, নাচতে না জানলে উঠান বাঁকা। ছেলেরা যেমন মেয়েদের অপবাদ দিয়ে আনন্দ উপভোগ করে, ঠিক তেমন মেয়েরাও ছেলেদের অপবাদ দিয়ে আনন্দ উপভোগ করে। এখানেও ঠিক একই অবস্থা, সব মেয়েরা নয় কিন্তু হাতে গনা কিছু জলহস্তী মাত্র। লেখা ও চন্দের খাতিরে চামচিকা ও জলহস্তী বললাম। ভুল হলে সবাই, সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
শিরোনাম দেখে হইত, অনেকে বুঝতে পেরেছেন। মেয়েরা কার কথা বেশী মানে। যারা বুঝেন নাই, তারাও বুঝতে পারবেন। কোন অভিযোগ না করে, মেয়ে মানুষ কার কথা বেশী শুনে। অস্থির হওয়ার কিছু নাই। বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখি দিচ্ছে যে, মেয়ে মানুষ ক্যামেরাম্যান কথা নীরবে কোন অভিযোগ ছাড়া শুনে। আরও শুনে, দোকানের ট্রেইলার বা দর্জির কথা।
আপনি হাদিস কোরান যত বলেন, মেয়ে মানুষের হাড্ডি বাঁকা। আপনার কথা মানবে না। বিশ্বাস করেন বা না করেন। এটা সঠিক, মুসলিমদের সর্বশ্রেষ্ঠ পবিত্র কোরআন আল্লাহর বাণীঃ নারীদেরকে পুরুষের পাঁজরের উপরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে (নিসা ৪/১; বুখারী হা/৩৩৩১; মুসলিম হা/১৪৬৮)। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা নারীদের সাথে উত্তম আচরণ কর। কারণ তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়ের মধ্যে সর্বাপেক্ষা বাঁকা হ’ল উপরের হাড়। অতএব তুমি যদি তাকে সোজা করতে যাও, তবে ভেঙ্গে ফেলবে। আর যদি ছেড়ে দাও, তাহ’লে সবসময় বাকাই থাকবে। সুতরাং তোমরা নারীদের সাথে ভাল ব্যবহার কর’ (বুঃ মুঃ মিশকাত হা/৩২৩৮)।