ডান্ডি, ডেডা, মালু শব্দ গুলোর সঠিক অর্থ কি, জানা নেই। কিন্তু না জেনে, না বুঝে অনেকে ব্যাবহার করে। সাধারণত এই শব্দ গুলো হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্যে করে বলা হয়।
ডান্ডি অর্থ কি অভিধানে
খুজে না পাওয়া যেতে পারে কিন্তু হিন্দু সম্প্রদায়কে অপমান করার
জন্য ডান্ডি শব্দ ব্যাবহার করে। কেউ কেউ আঞ্চলিক ভাষাগত কারণে ডান্ডিকে ডেডা বলে
থাকে। আবার কেউ কেউ মালু, মালাউন বলে থাকে।(মালাউন –
উইকিপিডিয়া) থেকে জানা যায় যে, ইসলামী ভাষায়
এর অর্থ হলো 'আল্লাহর রহমত থেকে বঞ্চিত'। মাল'উন শব্দের বাংলা অর্থ অভিশপ্ত। এক কথায় মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়কে অভিশপ্ত জাতী
বুঝাতে মালু বা মালাউন শব্দ ব্যাবহার করে।
সাবধানঃ সাবধানঃ সাবধান
একজন মুমিন (মুসলমান)
কখনও কাউকে বা কোন সম্প্রদায়কে ট্রল বা ব্যঙ্গ
করার জন্য উৎসাহ প্রদান করে না। এবং এটা মুমিনেদের কাজ নয়।
পবিত্র
কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
‘হে ইমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর কোনো নারীও যেন অন্য নারীকে
বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম।
আর
তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের
পর মন্দ নাম কতই না নিকৃষ্ট! আর যারা তাওবা করে না, তারাই তো জালিম। (সুরা হুজরাত,
আয়াত : ১১)
উল্লিখিত
আয়াতে কোনো সম্প্রদায় অন্য সম্প্রদায়কে নিয়ে বিদ্রুপ করতে নিষেধ করা হয়েছে।