ওজি হাঙ্গা'র মুরানা নাই এর অর্থ হল ''নিজে চুরি করে বিয়া করলে দেনমোহর হয় না''। এককথায়, দেনমোহর ছাড়া বিয়ে। oji hangar murana nai এটা গ্রামের আঞ্চলিক ভাষা। এখানে ''ওজি'' মানে নিজ বা আপন বুঝানো হয়েছে। হাঙ্গার (হাঙ্গা ) মানে বিয়া, সাদি। ''মুরানা'' মানে ইসলাম ধর্মের, বিয়ের দেনমোহর।
ওজি হাঙ্গার মুরানা নাই এর বিস্তারিত আলোচনা বা এর সঠিক ব্যাখ্যা করা সম্ভব নয়। তার পরেও কিছু ধারনা দেয়াও যাক। যেমনঃ কথায় আছে মিয়া বিবি রাজি, তো কেয়া কারেগা কাজি। এই বাক্যের সাথে ওজি হাঙ্গার মুরানা নাই এই বাক্যের প্রায় মিল পাওয়া যায়। যেমনঃ পরিবার থেকে পালিয়ে গোপনে ঘর সংসার শুরু করলে। অনেকেই পালিয়ে বা গোপনে বিয়ে করে। এখানে ইস্লামিক শরিত মতে বিয়ার দেনমোহর নির্ধারণ বা সরকারী ভাবে বিয়ে রেজিস্টার করে না সাধারণত কোন মিয়া বিবি। (নাউজুবিল্লাহ) ইসলামিক শরিয়ত মতে এটা হারাম। এভাবে কেউ সংসার গড়লে তার ঘরে যে ছেলে মেয়ে জন্ম নেবে তা নাজায়েজ হবে। হে আল্লাহ্, এই পাপ থেকে আমাদের হেপাযত করুন।
আবার দেখা যায় মিয়া বিবি রাজি, পাশেই আছে কাজি। কেউ কেউ চুরি করে বিয়া করে ঠিক। কিন্তু দুজনের মনের (ভাইরাম ভাইরাম) ভয় কাজ করে। তাই মিয়া বিবির সম্মতিতে (নামে মাত্র) কিছু দেন্মর ধরে সরকারী ভাবে বিয়ে রেজিস্টার করে। এখানে দেনমহরের কোন গুরুত্ব পায় না তাই গ্রামের ভাষায় বলে ওজি হাঙ্গার মুরানা নাই।
সাবধানঃ যুবক যুবতী ভাই ও বোনেরা। যৌবনের তাড়নায় ভুল সিদ্ধান্ত গ্রহণ করনা। প্রয়োজন হলে লজ্জা শরম ভয় ত্যাক করে পড়িবারের মা বাবা ভাই বোন যেকাউকে বল। আশা করি বুঝতে পেরেছ।
মনে রাখবেন রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘অভিভাবক ছাড়া বিয়ে সংঘটিত হয় না।’ (তিরমিজি, হাদিস : ১১০১; আবু দাউদ, হাদিস : ২০৮৩)
হাদিসে আছে, ‘‘যে মেয়েকে তার অভিভাবক বিয়ে না দিবে [সে নিজে বিয়ে করলে] তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল...।’’ [হাদীসটি ইবনু মাজাহ্ বর্ণনা করেছেন, হাদীসটি সহীহ্, দেখুন ‘‘সহীহ্ ইবনু মাজাহ্’’ (১৮৭৯)।