ডিবি লিংক মানে কি? মনে হচ্ছে ইংরেজি কথা কিন্তু না সাধারণত গ্রামের কিছু কিছু ছেলেমেয়েরা এই বাক্য ব্যাবহার করে। যেমন আমাদের এলাকায় ডিবি লিংক মানে শয়তানি, ফাইজলামি, বান্দ্রামি, দুষ্টামি, ভণ্ডামি, বদমাইশি এই সব বুঝানো হয়। ধরে নিন এটা আঞ্চলিক ভাষা। খারাপের খালত ভাই, ঐ মিয়া এতো ডিবি লিংক কর ক্যান।
ডিবি লিংক না করে কাজে মন দাও। বান্দর পোলাপাইনেরা শুধু ডিবি লিংক করতেছে, খেলা দেখে মজা পাই না। এভাবে ডিবি লিংক না করে ভালো করে দেখা। ডিবি লিংক এর একটা সিমা থাকে। ডিবি লিংক করতে করতে ডাব্বা মেরে দেবে দেখ। ঠিক, ডিবি লিংক করতে করতে সর্বনাশ হল।