আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মুসলিম। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। জন্ম সুত্রে মুসল্মান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধর্ম ইসলাম- আল কুরআন, আল্লাহর বানী। ধন্য আমি গর্বিত হযরত মুহাম্মদ সাঃ শেষ নবী উম্মত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ কালিমা আমার শক্তি।
জানিনা, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর, কে মুসলিম রীতি অনুসারে শুক্রিয়া জানানোর আযানা দিইয়েছিল।
আবার জানব না, মরনের পর বিদায় জানানোর জন্য কে, ঐ আযানের নামাজ শেষ করে দোয়া করবে। আল্লাহুয়াকবার, আযান ও নামাজের মধ্যকার এই ক্ষণস্থায়ী জীবনে কি করলাম? চিন্তা করে দেখুন। আমাদের আয়ু। বয়স কাল এর সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত বছর হায়াত পেলাম। এই হায়াতের কত বছর রাজত্ব করলাম। এবার দেখুন। কিসের জন্য যুদ্ধ করলাম। জীবনে কি পেলাম। আর কি পাবো।
এখনো সময় আছে। তওবা করে, আল্লাহ্র পথে ফিরে আসি। আল্লাহর শুকরিয়া আদায় করি। 'হে আমার পালনকর্তা! আমাকে ও আমার পিতামাতাকে যে নিয়ামত তুমি দান করেছ তার কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি দান কর। এই জীবনে চলার পথে যে ভুল করেছি ক্ষমা কর। সহি সঠিক পথে চলার দাওফিক দান কর।