বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি |
www.baf.mil.bd এই ওয়েবসাইট কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ সার্কুলার। ০৩ শাখায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় পাশে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। ৮৮ BAFA কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ ২৮ জুন ২০২৩
অনলাইনের আবেদনের সময় সীমাঃ ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৫ এপ্রিল ২০২৩ * শর্ত প্রযোজ্য। অনলাইনের আবেদনের জন্য নিছের লিঙ্ক ব্যাবহার করুন।
https://joinairforce.baf.mil.bd/apply সাইটে নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
পরীক্ষার তারিখঃ
২২, ২৪, ২৯, ও ৩১ জানুয়ারী ২০২৩
৭,১৪,১৯,২৬ ও ২৮ ফেব্রুয়ারী ২০২৩
৫,১২,১৪, ও ২৮ মার্চ ২০২৩
৪,৯ ও ১১ এপ্রিল ২০২৩
প্রার্থীর যোগ্যতাঃ বয়স সীমা ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর।
শাখা- জিডি (পি), মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৪.৫ এবং পদার্থ ও সাধারণ গণিত ন্যুনতম লেটার গ্রেট এ।
শাখা- লজিস্টিক/এটিসি/ এডিডব্লিউসি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৪.৫ এবং পদার্থ ও সাধারণ গণিত ন্যুনতম লেটার গ্রেট এ।( লজিস্টিক/এটিসি/ এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে)
শাখা- ফিন্যান্স মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৪.৫ এবং সাধারণ গণিত/ হিসাব বিজ্ঞান ন্যুনতম লেটার গ্রেট এ।
উচ্চতাঃ পুরুষ কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপঃ কমপক্ষে ৩২ ইঞ্চি।প্রসারণ বস্থায় ২ ইঞ্চি।