ফটোশপ এর কাজ বা গ্রাফিক্স ডিজাইন এর কাজ করেন। তাদের জন্য online photoshop background change সাইট শেয়ার করলাম। যাহা দিয়ে ৫-১০ সেকেন্ড এর মধ্যে খুব সহজে অনলাইনে ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ফটোশপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য https://www.remove.bg ভালো একটি সাইট। আপনি বেবহার করে দেখুন।Photo background এর জন্য ম্যাজিক এর মত কাজ করে। চলুন আর দেরি না করে কাজ শুরু করে দিন।
ছবির সাহায্যে দেখে নিন। কিভাবে ৫-১০ সেকেন্ড এর মাঝে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন।
নেট browser ওপেন করে https://www.remove.bg এ যান। আপনার পছন্দের ছবি Upload Image ক্লিক করে Upload করুন। ৫-১০ সেকেন্ড অপেক্ষা করুন।
এর পর নিচে দেখুন। Download এ ক্লিক করে আপনার পছন্দের ছবিটি Download করুন।
ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আপনার মত অনেকের কাজে লাগবে।