স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

কম্পিউটারে ফোল্ডার হাইড করে কিভাবে? ফোল্ডার Unhidden করে কিভাবে? ফোল্ডার ঝাপসা বা জলচাপ দেখালে কি করতে হবে।

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রথমে বলে নিচ্ছি যে, আমি কোন কম্পিউটার বিশেষজ্ঞ নয়। যা পারি তা শেয়ার করি মাত্র। যদি কোন ভুল ধরা পড়ে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা হোক কথা লম্ববা না করে মূল বিষয় শুরু করি। এখান থেকে জানতে পারবেন computer folder hide করে কিভাবে? 

ফোল্ডার Unhidden করে কিভাবে? 

ফোল্ডার ঝাপসা বা জলচাপ দেখালে কি করতে হবে? 

hide computer folder windows 7। নিচে ছবি সহকারে আলোচনা করা হল। 


কম্পিউটারে ফোল্ডার হাইড করে কিভাবে?

দুশ্চরিত্র বা অসৎ লোক হতে কম্পিউটারে ফোল্ডার হাইড করে প্রয়োজনীয় তথ্য বা personal  ফাইল, ছবি, অডিও, ভিডিও গোপনীয়তা রক্ষা করুন।  

প্রথমে আপনার কম্পিউটার এর ফোল্ডার যান।  

যে ফোল্ডারটি হাইড করতে চান।  তার উপর মাউস নিয়ে ডান ক্লিক করুন। 

এরপর আপনি নিচে properties ক্লিক করুন। 

properties ক্লিক করার পর একটি নতুন পেইজ আসবে। ঐ পেইজে General এ  নিচে Hidden এ টিক দিন। 
টিক দেওয়া হলে Apply তে ক্লিক করুন। 
দেখবেন আরেকটি নতুন পেইজ আসবে। 
এখানে Ok ক্লিক করুন। সাবাস, আপনার কাজ হয়ে গেছে। দেখুন আপনার ফোল্ডার আর দেখা যায় না।  


সঠিক ভাবে সব ধাপ শেষ করার পর যদি, ফোল্ডার ঝাপসা বা জলচাপ রুপে দেখায়। 
তাহলে, আপনি কম্পিউটার Star মেনুতে Control Panel এ ক্লিক করুন। 
এর পর নতুন যে পেইজ আসবে। এখান থেকে Follder Option নির্বাচন করে ক্লিক করুন। 
দেখবেন, একটি নতুন পেইজ আসবে। ঐ পেইজের উপরে মেনু বারে থাকা View তে ক্লিক করুন। এবং এখানে অনেক অপশন দেখতে পাবেন।  এখানে থাকা অপশন থেকে Hidden files and folder এর নিছে Don't show hidden files, folders, and drive এ টিক দিন। এবং নিচে Apply তে ক্লিক করুন। 

সাবাস। আর লাগবে না। এখন আপনার কাজ শেষ। দেখুন আপনার ফোল্ডার গায়েব। উদাও। কেউ আর দেখতে পাবেনা। 

বিঃদ্রঃ আপনি যে ভাবে কম্পিউটারে ফোল্ডার হাইড করেছেন। ঠিক ঐ ভাবে আবার আগের মত ফোল্ডার প্রকাশে নিয়ে আসতে পারবেন। যদি না বুঝেন। কোন সমস্যা নাই। নিচের কম্পিউটারে ফোল্ডার আনহাইড করে কিভাবে? নিন্মে বিস্তারিত আলোচনা করা হল।  


কম্পিউটারে ফোল্ডার Unhidden করে কিভাবে? 

সখের বসে নতুন অবস্থায় অনেকে কম্পিউটার ফোল্ডারে থাকা ফাইল, ছবি অডিও, ভিডিও ইত্যাদি হাইড করে। কিন্তু হাইড করা ফাইল, ছবি অডিও, ভিডিও আর আনহাইড করতে জানেনা। যারা জানে না তারা কম্পিউটারে ফোল্ডার আনহাইড করবেন যেভাবেঃ 

আপনার  কম্পিউটার Star মেনুতে Control Panel এ ক্লিক করুন। একটি নতুন পেইজ  আসবে। 

 এর পর নতুন যে পেইজ আসবে। এখান থেকে Follder Option নির্বাচন করে ক্লিক করুন। 
দেখবেন একটি নতুন পেইজ আসবে। এখানে, উপরে মেনুবারে থাকা  View তে ক্লিক করুন। 
View তে ক্লিক করলে অনেক অপশন দেখতে পাবেন। ঐ অপশন থেকে Hidden files and folder এর নিছে Show hidden files, folders, and drive এ টিক দিন। এবং নিচে Apply তে ক্লিক করুন। 
সাবাস, দেখুন আপনার হাইড করা folder দেখা যাচ্ছে। 


অথবা, আপনার কম্পিউটার এর ডেস্কটপ এ যে কোন একটি ফোল্ডার ওপেন করুন।  এখানে ডান বামে, উপরে
 Organize এ যান বা ক্লিক করুন। 
তার পর নিচের মেনু থেকে Layout- Folder and search option ক্লিক করুন। দেখবেন নতুন আরেকটি পেইজ আসবে। এখানে View তে ক্লিক করুন। এবং এখানে অনেক অপশন দেখতে পাবেন। ঐ অপশন থেকে Hidden files and folder এর নিছে Show hidden files, folders, and drive এ ঠিক দিন। এবং নিচে Apply তে ক্লিক করুন। 

সাবাস, দেখুন আপনার হাইড করা folder দেখা যাচ্ছে। 

যদি, আপনার  কম্পিউটার ফোল্ডার ঝাপসা বা জলচাপ রুপে দেখা যায়। তাহলে, চিন্তার কোন কারন নাই। মনে আছে, ফোল্ডার হাইড করার জন্য Hidden এ টিক দিয়েছনে। এই কারনে  ফোল্ডার ঝাপসা বা জলচাপ দেখাচ্ছে। ফোল্ডার ঝাপসা বা জলচাপ রূপ দূর করার জন্য নিন্মের ধাপ অনুসরণ করুন। 


কম্পিউটার ফোল্ডার ঝাপসা বা জলচাপ দেখালে কি করতে হবে? 
কিছু কিছু কারনে কম্পিউটার ফোল্ডার ঝাপসা বা জলচাপ দেখা দিতে পারে। ফোল্ডার আগের মত করবেন যেভাবেঃ আপনার কম্পিউটারে যে ফোল্ডার ঝাপসা বা জলচাপ রুপে আছে। ঐ ফোল্ডারের উপর মাউস নিয়ে ডান ক্লিক করুন। 

এখানে properties এ ক্লিক করুন। একটি নতুন পেইজ আসবে। General এর নিছে Hidden এ টিক দিন। 

এবং Apply তে ক্লিক করুন। এখন আপনার ফোল্ডার দেখুন। আগের মত দেখা যাচ্ছে। 

ভালো থাকবেন। আল্লাহ্‌ হাপেয। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...