স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বিয়ের জন্য সুন্দরী পাত্রী দেখার সুত্র

আপনার বয়স হয়েছে। রাতে ভালো ঘুম হয় না। আড্ডা বাজী করে রাত শেষ। সকালে ঠিক ভাবে ঘুম ভাঙ্গেনা। পড়িবারের কাছে খারাপ হয়ে গেছেন। মনের কথা কাউকে বলতে পারতেছেন না, বিয়া করতে ইচ্ছুক? যদি হয় সত্যি, পড়তে থাকুন। পরিবারকে না জানিয়ে চুপে চুপে মেয়ে দেখার পর্ব শেষ করে নিন। কিভাবে দেখবেন সত্যিকারের সুন্দর মেয়ে। মনে রাখবেন, মেয়ে দেখবেন নিজের পছন্দ অনুযায়। আর বিয়া করবেন (পছন্দের সেই পাত্রী/ মেয়ে) পড়িবারের কে জানিয়ে সুন্দর ভাবে। যাই হোক, এখন সুন্দরী পাত্রী দেখার উপায় জানতে চান। তাহলে আর দেরি না করে  নিন্মের ফর্মুলা অনুসরণ করে দেখুন। ১০০% কাজে দেবে। এখন ডিজিটাল যুগ পাত্রী চাই বিজ্ঞাপন দিলেই কাম খালাস। মেয়েদের বাহার কাকে বলে! দেখতে পাবেন। কিন্তু মনের মত একটাও পাবেন না। কারণ, কারণ আটা, ময়দা, সুজি যে হারে মেয়েরা মুখে মাখে বুঝা মুশকিল ক্যামন সুন্দরি মেয়ে।

মাথা নষ্ট। ১০০ মাইল গতি স্পিরিট  নিয়ে মেয়ে দেখতে এসে, ব্র্যাক ফেইল। কাল না সুন্দর বুঝা যায় না। হতাশাই মগ্ন। করবেন কি? 
এর থেকে বাচার উপয়ায় আছে। জানতে চান। তাহলে বলতে পারি। সরি, থুক্ক। লেখতে পারি। পড়ে নিন। সত্যি মিথ্যা আপনি বিচার করে নিবেন। তবে এটা সত্যি যে, যা বলতেছি তাহাঁ  ১০০% সত্যি। বিশ্বাস না হলে, আপনি চাইলে Try করতে পারেন। 

patri dekhar koshol

পাত্রী দেখার সুত্র- বিয়ের জন্য পাত্রী/ মেয়ে দেখতে খুব সকালে যাবেন। কারণ তখন বিউটি পার্লার বন্ধ থাকে।

কি বুঝলে। আধা কইলে গাধা বুঝে। পূরা কইলে বলদেও বুঝে। যেমন গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। না বুঝলে আপনাকেও আর বুঝানো যাবে না। বাদ দিন, বিয়া করার জন্য আর সামনে আগানোর ধরকার নাই। পরের বছরের অপেক্ষা করেন। মা বাবার পছন্দ মত বিয়া করার জন্য বসে থাকেন। ব্যাচেলাদের সভাপতিরত হয়ে যান। আদু ভাইয়ের মত হেব্লা হয়ে থাকনে। বেল্কা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...