মাথা নষ্ট। ১০০ মাইল গতি স্পিরিট নিয়ে মেয়ে দেখতে এসে, ব্র্যাক ফেইল। কাল না সুন্দর বুঝা যায় না। হতাশাই মগ্ন। করবেন কি?
এর থেকে বাচার উপয়ায় আছে। জানতে চান। তাহলে বলতে পারি। সরি, থুক্ক। লেখতে পারি। পড়ে নিন। সত্যি মিথ্যা আপনি বিচার করে নিবেন। তবে এটা সত্যি যে, যা বলতেছি তাহাঁ ১০০% সত্যি। বিশ্বাস না হলে, আপনি চাইলে Try করতে পারেন।
পাত্রী দেখার সুত্র- বিয়ের জন্য পাত্রী/ মেয়ে দেখতে খুব সকালে যাবেন। কারণ তখন বিউটি পার্লার বন্ধ থাকে।
কি বুঝলে। আধা কইলে গাধা বুঝে। পূরা কইলে বলদেও বুঝে। যেমন গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। না বুঝলে আপনাকেও আর বুঝানো যাবে না। বাদ দিন, বিয়া করার জন্য আর সামনে আগানোর ধরকার নাই। পরের বছরের অপেক্ষা করেন। মা বাবার পছন্দ মত বিয়া করার জন্য বসে থাকেন। ব্যাচেলাদের সভাপতিরত হয়ে যান। আদু ভাইয়ের মত হেব্লা হয়ে থাকনে। বেল্কা।